মঙ্গলবার, ১৩ জানুয়ারি, ২০২৬, ঢাকা

মাউশি বিভাজনের চূড়ান্ত সিদ্ধান্ত ১৮ জানুয়ারি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩ জানুয়ারি ২০২৬, ০৭:৫৫ পিএম

শেয়ার করুন:

মাউশি বিভাজনের চূড়ান্ত সিদ্ধান্ত ১৮ জানুয়ারি
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। ছবি: সংগৃহীত

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) দুইটি পৃথক অধিদফতরে বিভক্ত করার চূড়ান্ত সিদ্ধান্ত আগামী রবিবার গ্রহণ করা হবে। এ সিদ্ধান্ত বাস্তবায়িত হলে মাধ্যমিক পর্যায়ের শিক্ষা কার্যক্রম পরিচালিত হবে ‘মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর’-এর মাধ্যমে এবং কলেজ পর্যায়ের শিক্ষা কার্যক্রম পরিচালনার দায়িত্ব পাবে স্বতন্ত্র ‘কলেজ শিক্ষা অধিদপ্তর’।

শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, মাউশিকে দুই অধিদপ্তরে বিভক্ত করার লক্ষ্যে করণীয় নির্ধারণের জন্য একটি আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হবে। সভাটি রবিবার সকাল সাড়ে ১০টায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সভায় সভাপতিত্ব করবেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব।


বিজ্ঞাপন


এ সভায় সংশ্লিষ্ট সব দপ্তর ও সংস্থার কর্মকর্তাদের উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে। সভায় কাঠামোগত পরিবর্তন, প্রশাসনিক দায়িত্ব বণ্টন এবং বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।

এম/এআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর