জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচনের এখন পর্যন্ত ২৩টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এর মধ্যে আবারও ভিপি, জিএস ও এজিএস পদে এগিয়ে এসেছে ছাত্রশিবির-সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেলের প্রার্থীরা। এর আগে ২০টি কেন্দ্রের ভোট গণনার ফলাফলে ছাত্রদলের ভিপি প্রার্থী একেএম রাকিব এগিয়ে ছিলেন। নতুন তিনটি কেন্দ্রের ভোটের ফলে এলো এই নাটকীয় পরিবর্তন।
বুধবার (৭ জানুয়ারি) বিকেল সাড়ে পাঁচটায় সর্বশেষ গণিত, ইসলামিক স্টাডিজ ও আইইআর (শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট) কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়।
বিজ্ঞাপন
মোট ২৩টি কেন্দ্রে ভিপি পদে ছাত্রশিবিরের প্রার্থী রিয়াজুল ইসলাম পেয়েছেন ২ হাজার ৮১৯ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের একেএম রাকিব পেয়েছেন ২ হাজার ৬৯১ ভোট। দুই প্রার্থীর মধ্যে ভোটের ব্যবধান ১২৮।
এ ছাড়া জিএস পদে শিবির প্যানেলের আব্দুল আলিম আরিফ পেয়েছেন মোট ২ হাজার ৯৮২ ভোট এবং ছাত্রদল প্যানেল থেকে খাদিজাতুল কুবরা পেয়েছেন ১ হাজার ২১৩ ভোট। তাছাড়া এজিএস পদে শিবির প্যানেলের মাসুদ রানা মোট ২ হাজার ৬৪৬ ভোট পেয়ে এগিয়ে আছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল প্যানেলের আতিকুর রহমান তানজিল পেয়েছেন ২ হাজার ৩২০ ভোট।
এদিকে শীর্ষ তিন পদসহ অধিকাংশ সম্পাদকীয় পদে শিবির–সমর্থিত প্যানেল এগিয়ে থাকলেও পাঠাগার ও সংস্কৃতি সম্পাদক পদে এখনো ছাত্রদল এগিয়ে রয়েছে। এ ছাড়া নির্বাহী সদস্য পদগুলোর মধ্যেও ছাত্রদল–সমর্থিত প্যানেলের কয়েকজন প্রার্থী ভালো অবস্থানে আছেন।
বিজ্ঞাপন
প্রসঙ্গত, জকসু নির্বাচনের ভোট গণনা যান্ত্রিক ত্রুটির কারণে অনেকক্ষণ স্থগিত ছিল। পরে ম্যানুয়াল ও মেশিন—উভয় পদ্ধতিতে গণনা শুরু হলেও নির্বাচনসংশ্লিষ্টরা ভোট গণনা সম্পন্ন করতে পারেননি।
মঙ্গলবার (৬ জানুয়ারি) দিবাগত রাত পৌনে ১টার দিকে পাঁচ ঘণ্টা পর পুনরায় ভোট গণনা শুরু হয়। এখনো ১৬টি কেন্দ্রের ফল ঘোষণা বাকি।
এআর

