জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচনের সংগীত বিভাগের আনুষ্ঠানিক ফলাফল প্রকাশ করেছে নির্বাচন কমিশন।
ফলাফলে দেখা যায়, ভিপি (ভাইস প্রেসিডেন্ট) পদে ছাত্রদল-ছাত্রঅধিকার সমর্থিত ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান প্যানেল সহ-সভাপতি (ভিপি) প্রার্থী একেএম রাকিব পেয়েছেন ১২৫ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রশিবির সমর্থিত অদম্য জবিয়ান ঐক্য প্যানেলের সহ সভাপতি (ভিপি) প্রার্থী রিয়াজুল ইসলাম পেয়েছেন মাত্র ৪ ভোট।
জিএস (জেনারেল সেক্রেটারি) পদে ছাত্রদলের প্রার্থী খাদিজাতুল কুবরা পেয়েছেন ৪৮ ভোট। এ পদে ছাত্রশিবিরের প্রার্থী আব্দুল আলিম আরিফ কোনো ভোট পাননি।
এ ছাড়া এজিএস (অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি) পদে ছাত্রদলের প্রার্থী বিএম তানজিল রহমান পেয়েছেন ১০৮ ভোট। তাঁর প্রতিদ্বন্দ্বী ছাত্রশিবিরের প্রার্থী মাসুদ রানা রানা পেয়েছেন শূন্য ভোট।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, এখন অবধি ৩৯টি কেন্দ্রের মধ্যে ২০টি কেন্দ্রের ফলাফল বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে প্রকাশ করেছে নির্বাচন কমিশন। বাকি ১৮টি কেন্দ্রের ফলাফল ধারাবাহিকভাবে প্রকাশ করা হবে বলে নিশ্চিত করেছে নির্বাচন কমিশন।
এআর

