জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল শিক্ষার্থী সংসদ নির্বাচন-২০২৫ আগামী ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে সংবাদ সংগ্রহের জন্য মূলধারার গণমাধ্যমকর্মীদের ‘গেটপাস’ সংগ্রহের নির্দেশ দিয়েছে জকসু নির্বাচন কমিশন।
শনিবার (২৭ ডিসেম্বর) জকসু নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোস্তফা হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য প্রকাশ করা হয়।
বিজ্ঞাপন
বিজ্ঞপ্তিতে জানানো হয়, জকসু নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী কেবল মূলধারার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের এই নির্বাচন অনুষ্ঠান সম্প্রচার ও সংবাদ সংগ্রহের সুযোগ দেওয়া হবে।
আরও পড়ুন: বিয়ে করলেন ডাকসু নেত্রী সানজিদা
এমতাবস্থায় নির্বাচনের দিন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রবেশের জন্য মূলধারার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের আগামী ২৮ ডিসেম্বরের মধ্যে প্রধান নির্বাচন কমিশন বরাবর আবেদন করার অনুরোধ জানানো হয়েছে।
উল্লেখ্য, বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হওয়ার পর প্রথমবারের মতো আগামী ৩০ ডিসেম্বর জকসু ও হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, যা নিয়ে ক্যাম্পাসে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনাও আমেজ বিরাজ করছে।
বিজ্ঞাপন
এমআই

