শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

বিয়ে করলেন ডাকসু নেত্রী সানজিদা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৬ ডিসেম্বর ২০২৫, ০৭:১৭ পিএম

শেয়ার করুন:

বিয়ে করলেন ডাকসু নেত্রী সানজিদা
সানজিদা আহমেদ তন্বী ও তার স্বামী জিহাদ আবদুল্লাহ। ছবি: ঢাকা মেইল 

বিয়ে করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) গবেষণা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক সানজিদা আহমেদ তন্বী। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) রাতে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান। 

সানজিদা আহমেদ তন্বীর স্বামীর নাম জিহাদ আবদুল্লাহ। তিনি পেশায় সাংবাদিক। একটি বেসরকারি টিভি চ্যানেলে তিনি কর্মরত। 


বিজ্ঞাপন


ফেসবুকে ইংরেজিতে দেওয়া দীর্ঘ একটি পোস্টে তন্বী লেখেন, ‘আজ, আমরা আমাদের জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্তটা নিয়েছি।’ 

26363
সানজিদা আহমেদ তন্বী ও তার স্বামী জিহাদ আবদুল্লাহ। ছবি: ঢাকা মেইল 

 

স্বামীকে উদ্দেশ করে তন্বী বলেন, ‘আমি তোমাকে একটি প্রতিশ্রুতি দিতে চাই, সবচেয়ে সহজ, অথচ সবচেয়ে গভীর প্রতিশ্রুতি: প্রতিটি দিনে, জীবনের বাকিটা সময় ধরে, আমি তোমাকেই বেছে নেব।’


বিজ্ঞাপন


গত বছরের ১৫ জুলাই বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের হামলায় আহত হন সানজিদা আহমেদ তন্বী। তার রক্তে মাখা ভীত মুখটি ভাইরাল হয় এবং আন্দোলন বেগবান করতে ছবিটি ব্যাপক অনুপ্রেরণা জোগায়।

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে গবেষণা ও প্রকাশনা সম্পাদক পদে জয় পান সানজিদা আহমেদ তন্বি। তিনি (স্বতন্ত্র) প্রার্থী ছিলেন। ১১ হাজার ৭৭৭টি ভোট পেয়ে বিজয়ী হয়েছেন তিনি। 

এসএইচ/ক.ম 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর