বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

বেফাকের নতুন বইয়ের মোড়ক উন্মোচন ও পাঠ্যপুস্তক এজেন্ট সম্মেলন

ঢাকা মেইল ডেস্ক
প্রকাশিত: ২৩ ডিসেম্বর ২০২৫, ১১:৪৮ পিএম

শেয়ার করুন:

befaq
বেফাকের নতুন বইয়ের মোড়ক উন্মোচন। ছবি: সংগৃহীত

ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে মঙ্গলবার (২৩ ডিসেম্বর) অনুষ্ঠিত হয়ে গেল কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের প্রকাশনা বিভাগ আল বেফাক পাবলিকেশন্সের নতুন বইয়ের মোড়ক উন্মোচন, এজেন্ট সম্মেলন ও সর্বোচ্চ বিক্রেতাদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠান।

মঙ্গলবার বেলা ১১টায় বেফাক সংলগ্ন গ্র্যান্ড শাহ জাহান কনভেনশন হলে বেফাকের মহাসচিব মাওলানা মাহফুজুল হকের সভাপতিত্বে সম্মেলনে উদ্বোধনী বক্তব্য পেশ করেন মাওলানা উবায়দুর রহমান খান নদভী। দিকনির্দেশনামূলক আলোচনা করেন বেফাকের সহ-সভাপতি হাফিজ মাওলানা মুসলেহুদ্দীন গহরপুরী, সহ-সভাপতি মাওলানা শাব্বীর আহমদ রশিদ, কোষাধ্যক্ষ মাওলানা মনিরুজ্জামান, পাবলিকেশন্স সাব কমিটি ও সম্পাদনা পরিষদের মাওলানা লিয়াকত আলী, মাওলানা আহমাদ মায়মূন প্রমুখ।


বিজ্ঞাপন


আলোচনায় বেফাক নেতৃবৃন্দ বলেন, ইলমে দীনের খেদমত ও প্রসারের নেক নিয়তেই আজকের দিনে আপনারা সারাদেশ থেকে কষ্ট স্বীকার করে এখানে তাশরিফ এনেছেন। দেশের সর্ববৃহৎ কওমি শিক্ষাবোর্ড বেফাক দক্ষ ও যোগ্য আলেম তৈরির জন্য পুস্তক প্রকাশের যে খেদমত আঞ্জাম দিচ্ছে, আপনারাও এর গুরুত্বপূর্ণ অংশীজন। শুরু থেকেই বাজারদরের চেয়ে অভাবনীয় কম মূল্যে সেবার মনোভাব নিয়ে বেফাক পাঠ্যপুস্তক পরিবেশনে সচেষ্ট। নতুন আঙ্গিকে রচনা, সংকলন ও পরিমার্জনের ভেতর দিয়ে বেফাক তার কয়েকটি শ্রেণির পাঠ্যপুস্তকে ব্যাপক পরিবর্তন এনেছে। আজ শিশু থেকে তৃতীয় শ্রেণি পর্যন্ত সম্পূর্ণ নতুন গেটআপ নিয়ে চার রঙা ছাপায় মোট ১৬টি বইয়ের মোড়ক উন্মোচিত হয়েছে। সহসাই বাকি সব পাঠ্যপুস্তকেও ব্যাপক পরিবর্তন আনার ব্যবস্থা করা হয়েছে।

আলোচনায় বেফাকের মুরব্বিগণ, আকিদা-বিশ্বাস ও চেতনার দিক দিয়ে দেওবন্দের ভাবধারায় শিক্ষার্থীদের গড়ে তোলা এবং তাদের অভিন্ন চিন্তা ও মনন তৈরির জন্য বেফাকভুক্ত সব মাদরাসায় বেফাকের বই পড়ানোর ওপর গুরুত্বারোপ করে বলেন, শিশু শ্রেণি, মকতব, নূরানিসহ প্রতিটি পর্যায়ে বেফাকের পাঠ্যপুস্তক থেকে পাঠদান বেফাকভুক্ত মাদরাসাসমূহের জন্য অবশ্য কর্তব্য।

আরও পড়ুন

সরকারি স্বীকৃতি পেয়ে কতটা লাভবান কওমি শিক্ষার্থীরা?

বেফাক প্রকাশনা বিভাগের সহকারী পরিচালক মাওলানা নাঈমুদ্দীনের সঞ্চালনায় সম্মেলনে সারাদেশ থেকে আগত দুই শতাধিক এজেন্ট ও পরিবেশকের মধ্য থেকে প্রতিনিধিরা মতামত পেশ করেন। প্রথম পুরস্কারপ্রাপ্ত পুস্তক বিক্রেতা রাজধানীর বাংলাবাজার আল হোছাইন প্রকাশনীর আশরাফ হোছাইনসহ বিভিন্ন জেলা ও বিভাগের এজেন্টগণ শুভেচ্ছা বক্তব্য দেন।


বিজ্ঞাপন


এ বছর সর্বোচ্চ বই বিক্রয়ের জন্য যথাক্রমে ১ম, ২য় ও ৩য় পুরস্কার লাভ করে আল হোছাইন প্রকাশনী, জমজম কুতুবখানা ও আফজাল বুক হাউস। বেফাকের ঐতিহ্য অনুযায়ী প্রতি বিভাগের বিক্রয় টার্গেট পূরণকারী সর্বোচ্চ পুস্তক বিক্রেতা লাইব্রেরিকেও পুরস্কার প্রদান করা হয়। এরমধ্যে এ বছর পুরস্কারপ্রাপ্ত বিভাগ হচ্ছে ঢাকা, ময়মনসিংহ, খুলনা, চট্টগ্রাম, সিলেট ও রাজশাহী। এছাড়াও সম্মেলন স্মারক হিসেবে সকল এজেন্ট ও পরিবেশককে বেফাকের লগো সম্বলিত স্মারক মগ উপহার দেওয়া হয়।

জেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর