নির্বাচনের কারণে কওমি মাদরাসার সর্বোচ্চ স্তর দাওরায়ে হাদিসের পরীক্ষার সময় এগিয়ে আনা হয়েছে। আগামী ২৭ জানুয়ারি থেকে পরীক্ষা শুরু হবে। চলবে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত। এর আগে ঘোষিত সময় অনুযায়ী ২ ফেব্রুয়ারি পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল।
মঙ্গলবার (১৪ ডিসেম্বর) কওমি মাদরাসার বোর্ডগুলোর সর্বোচ্চ অথরিটি আল-হাইআতুল উলয়া লিল-জামিআতিল কওমিয়া বাংলাদেশ এই তথ্য জানিয়েছে।
বিজ্ঞাপন
বোর্ডের চেয়ারম্যানের নির্দেশক্রমে অফিস ব্যবস্থাপক মু. অছিউর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৪৪৭ হিজরি/২০২৬ সনের দাওরায়ে হাদিস (তাকমিল)পরীক্ষা শুরু হবে ৭/৮ শাবান ১৪৪৭ হিজরি মোতাবিক ২৭ জানুয়ারি ২০২৬ ঈসাব্দ, মঙ্গলবার।
বিজ্ঞপ্তিতে বলা হয়, লাগাতার ১০ দিন পরীক্ষা অনুষ্ঠিত হবে। ১৬/১৭ শাবান ১৪৪৭ হিজরি মোতাবিক ৫ ফেব্রুয়ারি ২০২৬ ঈসাব্দ, বৃহস্পতিবার পরীক্ষা শেষ হবে। ইংরেজি তারিখ চূড়ান্ত বলে বিবেচিত হবে।
আরও পড়ুন
কওমি আলেমদের ‘সুখবর’ দিলেন আসিফ নজরুল
কওমি সনদে সরকারি চাকরির সুযোগ দিতে প্রধান উপদেষ্টাকে চিঠি
শুক্রবার পরীক্ষা শুরু হবে সকাল ৮টায়, শেষ হবে ১১:৩০ মিনিটে। অবশিষ্ট ৯ দিন পরীক্ষা শুরু হবে সকাল ৯টায়, শেষ হবে ১২:৩০ মিনিটে।
বিজ্ঞাপন
প্রথম দিন তিরমিজি শরিফ আউওয়ালের পরীক্ষা অনুষ্ঠিত হবে। শেষ দিন পরীক্ষা হবে মুওয়াত্তায়ে ইমাম মালিক ও মুওয়াত্তায়ে ইমাম মুহাম্মদ (র.)। বিস্তারিত রুটিনে উল্লেখ রয়েছে।
প্রসঙ্গত, ২০২৬ সনের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনের প্রেক্ষিতে, ৯ ডিসেম্বর ২০২৫ তারিখে অনুষ্ঠিত স্থায়ী কমিটির ৬৬নং সভার সিদ্ধান্তের আলোকে এবং আজ রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫ তারিখে অনুষ্ঠিত মনিটরিং সেলের সভার সিদ্ধান্তক্রমে দাওরায়ে হাদিস (তাকমিল) পরীক্ষার পূর্ব ঘোষিত তারিখ পরিবর্তন করা হয়েছে।
জেবি

