সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

একই প্রশ্নে শুরু হলো এমবিবিএস ও ডেন্টাল ভর্তি পরীক্ষা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২ ডিসেম্বর ২০২৫, ১০:৩৩ এএম

শেয়ার করুন:

dental exam
সরকারি-বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজের ভর্তি পরীক্ষা। ছবি: ঢাকা মেইল

শুরু হয়েছে চলতি ২০২৫-২৬ শিক্ষাবর্ষের সরকারি-বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজের ভর্তি পরীক্ষা। শুক্রবার (১২ ডিসেম্বর) সকাল ১০টা থেকে শুরু হয়ে পরীক্ষা চলবে বেলা ১১টা ১৫ মিনিট পর্যন্ত। এ বছর প্রথমবারের মতো একই প্রশ্নে একসঙ্গে হবে এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। ঢাকাসহ দেশের ১৭টি কেন্দ্র ও ৪৯টি ভেন্যুতে একযোগে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ শিক্ষাবর্ষে সরকারি মেডিকেল কলেজগুলোতে আসন সংখ্যা পাঁচ হাজার ৬৪৫; যার মধ্যে এমবিবিএস ৫,১০০ এবং বিডিএস ৫৪৫। বেসরকারি মেডিকেল কলেজগুলোতে আসন সংখ্যা সাত হাজার ৪০৬; যার মধ্যে এমবিবিএস ছয় হাজার একটি এবং বিডিএস এক হাজার ৪০৫টি। অর্থাৎ সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজ মিলিয়ে মোট আসন ১৩ হাজার ৫১, যার মধ্যে এমবিবিএস কোর্সে ১১ হাজার ১০১ এবং বিডিএস কোর্স ১ হাজার ৯৫০টি আসন।


বিজ্ঞাপন


স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সর্বমোট ১৩ হাজার ৫১টি আসনের জন্য এমবিবিএস এবং বিডিএস কোর্সে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য এ বছর আবেদন করেছেন মোট ১ লাখ ২২ হাজার ৬৩২ জন; যার মধ্যে ৪৯ হাজার ২৮ জন আবেদনকারী ছেলে এবং ৭৩ হাজার ৬০৪ জন মেয়ে।

এরমধ্যে ভর্তি পরীক্ষা সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। গত ৯ ডিসেম্বর মন্ত্রণালয় থেকে ভর্তি পরীক্ষাসংক্রান্ত নির্দেশনা দেওয়া হয়েছে। নির্দেশনায় বলা হয়েছে, পরীক্ষায় অংশগ্রহণকারীদের একটি স্বচ্ছ ব্যাগে রঙ্গিন প্রবেশপত্র, কালো কালির স্বচ্ছ বলপয়েন্ট কলম, এইচএসসি/সমমান পরীক্ষার প্রবেশপত্র/রেজিস্ট্রেশন কার্ড নিয়ে সকাল ৮টা থেকে ৯:৩০ এর মধ্যে আবশ্যিকভাবে পরীক্ষার হলে প্রবেশ করতে হবে।

এর বাইরে কোনো ব্যাগ, মোবাইল ফোন, ক্যালকুলেটরসহ যে কোনো ইলেকট্রনিক সামগ্রী, ঘড়িসহ অন্য কিছু নিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ। সকাল সাড়ে ৯টায় এ পরীক্ষা কেন্দ্রের প্রবেশপথ বন্ধ হয়ে যাবে।


বিজ্ঞাপন


এর গত ৬ ডিসেম্বর স্বাস্থ্য শিক্ষা অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. রুবীনা ইয়াসমিন ঢাকা মেইলকে বলেন, ‘ভর্তি পরীক্ষার প্রায় সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। যেহেতু আগামী শুক্রবার পরীক্ষা। এখন আমরা একদম শেষ পর্যায়ে আছি। মন্ত্রণালয় থেকে সব স্টকহোল্ডারদের সঙ্গে বৈঠক করা হয়েছে। পুলিশ-প্রশাসনের সঙ্গে অনলাইনে মিটিং করা হয়েছে। সবাইকে নির্দেশনা দেওয়া আছে। আশা করছি, গতবারের মতো এবারও সুষ্ঠুভাবে পরীক্ষা অনুষ্ঠিত হবে।’

তিনি বলেন, এবারের এমবিবিএস ভর্তি পরীক্ষার সময় ১৫ মিনিট বাড়িয়ে এক ঘণ্টা ১৫ মিনিট করা হয়েছে। এবারের নতুন যোগ হওয়া মানবিক গুণাবলি বিষয়ের কারণে ১৫ মিনিট সময় বাড়িয়ে দেওয়া হয়েছে।

নম্বর বণ্টন

স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ‘এ বছর লিখিত ভর্তি পরীক্ষায় ১০০টি এমসিকিউ প্রশ্নের (এইচএসসি বা সমমান সিলেবাস অনুযায়ী) প্রতিটি ১ নম্বর করে মোট ১০০ (একশত) নম্বরের বিষয়ভিত্তিক বিভাজন হলো যথাক্রমে জীববিজ্ঞান-৩০, রসায়ন-২৫, পদার্থ বিজ্ঞান-১৫, ইংরেজি-১৫ এবং সাধারণ জ্ঞান, প্রবণতা ও মানবিক গুণাবলি মূল্যায়ন-১৫। পাস মার্ক নির্ধারণ করা হয়েছে ৪০ নম্বর।’

ভর্তি পরীক্ষা: কোচিং সেন্টার বন্ধের নির্দেশ

স্বাস্থ্য শিক্ষা অধিদফতরের ৮ ডিসেম্বরের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘আগামী ১২ ডিসেম্বর ২০২৫, শুক্রবার সকাল ১০ টা থেকে ১১টা ১৫ মিনিট পর্যন্ত দেশের ১৭টি পরীক্ষা কেন্দ্রের ৪৯টি ভেন্যুতে একযোগে এমবিবিএস এবং বিডিএস কোর্সে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ পরীক্ষা উপলক্ষে আগামী ১৫ ডিসেম্বর ২০২৫ তারিখ পর্যন্ত সকল পর্যায়ে ব্যক্তি/প্রতিষ্ঠানের মাধ্যমে পরিচালিত কোচিং সেন্টার (অনলাইন/অফলাইন) বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।’

এসএইচ/এমআই

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর