শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

রাবিপ্রবি ও ক্যাপসের কোলাবোরেশন সভা অনুষ্ঠিত

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১১ ডিসেম্বর ২০২৫, ১০:৪৯ পিএম

শেয়ার করুন:

রাবিপ্রবি ও ক্যাপসের কোলাবোরেশন সভা অনুষ্ঠিত

রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রাবিপ্রবি) এবং বায়ুমণ্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্র (ক্যাপস)-এর মধ্যে পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় যৌথ উদ্যোগ গ্রহণের লক্ষ্যে একটি দ্বিপাক্ষিক কোলাবোরেশন সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন-১–এর সভাকক্ষে আয়োজিত এ বৈঠকে দুই প্রতিষ্ঠানের মধ্যে ভবিষ্যৎ গবেষণা, তথ্য আদান–প্রদান ও সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

সভায় রাবিপ্রবির ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মো. আতিয়ার রহমান এবং ক্যাপসের চেয়ারম্যান অধ্যাপক ড. আহমদ কামরুজ্জমান মজুমদার পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ে যৌথ গবেষণার সুযোগ, বায়ুদূষণ সম্পর্কিত সমস্যা চিহ্নিতকরণ, সচেতনতা বাড়াতে ক্লিন এয়ার ক্লাব প্রতিষ্ঠা, বায়ুর মান পর্যবেক্ষণের তথ্য বিনিময় এবং উপকূলীয় এলাকার পরিবেশ ও জনগোষ্ঠী নিয়ে গবেষণার প্রয়োজনীয়তা তুলে ধরেন। জলবায়ু অভিযোজন ও দূষণ নিয়ন্ত্রণে প্রযুক্তিগত সহযোগিতার ক্ষেত্রগুলোও সভায় গুরুত্ব পায়।


বিজ্ঞাপন


সভায় বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ড সদস্য সাইদুল ইসলাম, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত), বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান, শিক্ষক, পরিচালক এবং প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

গত ২৮ নভেম্বর রাবিপ্রবি ও ক্যাপসের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের পর এটি ছিল প্রথম আনুষ্ঠানিক বৈঠক। এরই ধারাবাহিকতায় ক্যাপসের পক্ষ থেকে রাবিপ্রবিকে প্রদান করা বায়ুর মান পর্যবেক্ষণ যন্ত্রটি ১০ ডিসেম্বর রাবিপ্রবি রিসোর্স ইনোভেশন সেন্টারে স্থাপন করা হয়, যা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ গবেষণাকে আরও গতিশীল করবে বলে আশা করা হচ্ছে।

টিএই/ক.ম 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর