রোববার, ১৮ জানুয়ারি, ২০২৬, ঢাকা

এবি জুবায়ের ও সর্ব মিত্রকে নিয়ে অপপ্রচার: কড়া বার্তা ডাকসু ভিপির

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৬ নভেম্বর ২০২৫, ০১:৫৫ এএম

শেয়ার করুন:

DU
ছবি- ঢাকা মেইল

ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাদকবিরোধী অভিযান চালানোয় সমাজসেবা সম্পাদক এবি জুবায়ের ও কার্যনির্বাহী সদস্য সর্ব মিত্র চাকমার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে অভিযোগ করে এ নিয়ে কড়া বার্তা দিয়েছেন ডাকসুর ভিপি সাদিক কায়েম। 

বুধবার (৫ নভেম্বর) মধ্যরাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে এ সংক্রান্ত একটি পোস্ট দিয়েছেন ঢাবি ছাত্রশিবিরের এই সভাপতি।  


বিজ্ঞাপন


পোস্টে ডাকসু ভিপি লিখেছেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবৈধ দোকানপাট উচ্ছেদ ও মাদক কারবারির বিরুদ্ধে পরিচালিত অভিযানকে কেন্দ্র করে এবি জুবায়ের ও সর্ব মিত্র চাকমার বিরুদ্ধে ঘৃণ্য অপপ্রচার চালাচ্ছে কালচারাল ফ্যাসিস্ট চক্র। তারা ডাকসুর কর্মকাণ্ডের বিরোধিতার নামে কথিত সুশীল খোলস ছেড়ে চরম উগ্রতা ও হিংসাত্মক মনোভাব প্রকাশ করছে।’ 

সাদিক কায়েম লিখেছেন, ‘কালচারাল ফ্যাসিস্টরা খুনি হাসিনার আমলের পুরোনো ডিহিউম্যানাইজেশনের অপরাজনীতি শুরু করেছে। মানুষকে দানব হিসেবে উপস্থাপন করে হত্যাযোগ্য করা কিংবা শিল্পকে সন্ত্রাস প্রচারের মাধ্যম বানিয়ে অপরাজনীতি করার বিরুদ্ধে আমাদের লড়াই জারি থাকবে।’

হুঁশিয়ারি দিয়ে তিনি আরও লিখেছেন, ‘কালচারাল ফ্যাসিস্টরা রাজনীতিকে রাজনীতির ভাষায় মোকাবিলা করার পরিবর্তে হত্যাযোগ্য করার মিশন শুরু করলে হাসিনার পরিণতিই তাদের বরণ করতে হবে। নতুন বাংলাদেশে এইসকল সাংস্কৃতিক সন্ত্রাসবাদকে প্রশ্রয় দেওয়ার সুযোগ নেই।’


বিজ্ঞাপন


এর আগে নিজের বিরুদ্ধে হওয়া অপপ্রচার নিয়ে অভিনব এক প্রতিবাদ জানান ডাকসুর কার্যনির্বাহী সদস্য সর্ব মিত্র চাকমা। নিজেকে মাদকতা বিরোধী অপরাধী আখ্যা দিয়ে ফেসবুকে একটি কার্টুনের ছবি পোস্ট করে তার ফাঁসি দাবি করেন তিনি।

ডাকসুর নতুন নেতৃত্ব আসার পর থেকেই ঢাবি ক্যাম্পাস এবং এর আশপাশের এলাকায় পরিচ্ছন্নতা ও মাদকবিরোধী অভিযান চলছে খুব জোরেশোরে। সম্প্রতি একটি ভাইরাল ভিডিওতে দেখা যায়, ঢাবি ক্যাম্পাস এলাকায় বয়োজ্যেষ্ঠ এক লোককে লাঠি হাতে ভয় দেখিয়ে তাড়ানোর চেষ্টা করছেন সর্ব মিত্র ও তার সঙ্গের আরেকজন।

এ ঘটনার নেপথ্যের কারণ না জেনে একটা শ্রেণি সর্ব মিত্রদের ব্যাপক সমালোচনায় মেতে ওঠেন। পরে খোঁজ নিয়ে জানা যায়, ওই বৃদ্ধ আসলে মাদক বিক্রি করেন। তাকে ঢাবি ক্যাম্পাস থেকে একাধিকবার সরিয়ে দেওয়া হলেও বারবারই তিনি সেখানে চলে আসেন।

এএইচ   

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর