মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ডাকসু নির্বাচনের প্রচারণা শেষ, ভোটের অপেক্ষা

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, ঢাবি
প্রকাশিত: ০৭ সেপ্টেম্বর ২০২৫, ১১:০১ পিএম

শেয়ার করুন:

ডাকসু নির্বাচনের প্রচারণা শেষ, ভোটের অপেক্ষা
শেষ দিনের প্রচারণায় ব্যস্ত সময় পার করেন প্রার্থী ও তাদের সমর্থকরা।

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শেষ হয়েছে। রোববার (৭ সেপ্টেম্বর) রাত ১১টায় প্রচারণা শেষ হয়।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে জানানো হয়েছে, ডাকসু আচরণবিধির ধারা ৪-এর অধীনে রাত ১১টার পর থেকে সকল প্রকার প্রচারণা নিষিদ্ধ থাকবে।


বিজ্ঞাপন


শেষ প্রচারণার দিনটি ছিল ব্যস্ত ও প্রাণবন্ত। সন্ধ্যার পর প্রার্থীরা টিএসসি, কলাভবন, হলপাড়া এবং বিশ্ববিদ্যালয়ের অন্যান্য গুরুত্বপূর্ণ পয়েন্টে উপস্থিত হন। তারা ছোট ছোট দলে বিভক্ত হয়ে বা ব্যক্তিগতভাবে শিক্ষার্থীদের সঙ্গে সরাসরি কথা বলেন। প্রার্থীরা শিক্ষার্থীদের কাছে তাদের ইশতেহারের মূল বিষয়গুলো তুলে ধরেন। তারা নিরাপদ, বৈষম্যহীন, সম্প্রীতিমূলক ও শিক্ষার্থীবান্ধব ক্যাম্পাস গড়ার প্রতিশ্রুতি দেন।

কেউ ব্যক্তিগতভাবে ভোট চান, কেউ গণজমায়েতের মাধ্যমে ভোটারদের সঙ্গে সংযোগ স্থাপন করেন। লিফলেট বিতরণ করা, ব্যালট নম্বর উল্লেখ করা এবং ইশতেহারের বিষয়াবলী বোঝানো-সবকিছুই শেষ মুহূর্তে কার্যকরভাবে করার চেষ্টা করেন প্রার্থী ও তাদের সমর্থকরা।

1

নির্বাচন ঘিরে ক্যাম্পাসজুড়ে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক আগ্রহ লক্ষ্য করা গেছে। পুরো ক্যাম্পাসে বিরাজ করছে উৎসবের আমেজ। প্রচারণা চলাকালে বড় কোনো সংঘর্ষ বা অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটায় স্বস্তি প্রকাশ করেছেন অনেকেই।


বিজ্ঞাপন


ছাত্রদল-সমর্থিত প্যানেলের জিএস প্রার্থী তানভীর বারী হামিম বলেন, “সহাবস্থান বজায় রেখেই সবাই প্রচারণা করছে, এতে এবারের নির্বাচনের পরিবেশ অনেকটা ইতিবাচক।”

ছাত্রদল মনোনীত ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান বলেন, “নারী শিক্ষার্থীদের নিরাপত্তা, ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে প্রত্যেকের সমান অধিকার ভোগ করা, সহনশীল রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলা, সবার ভোটের অধিকার নিশ্চিত করাই আমাদের প্রধান অগ্রাধিকার।”

2

শিবির সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী সাদিক কায়েম বলেন, ‘আমরা ৩৬ দফা সংস্কারের ইশতেহার দিয়েছি। এটি শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। ৯ তারিখে শিক্ষার্থীরা ব্যালট বিপ্লব ঘটাবেন।’

প্রধান রিটার্নিং কর্মকর্তা জসীম উদ্দীন বলেন, “নির্বাচন ঘিরে ইতোমধ্যেই ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার করা হয়েছে। বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞাসহ নির্বাচনকে ঘিরে যাতে কোনো ব্যাঘাত না ঘটে, সে ব্যাপারে প্রশাসন শতভাগ প্রস্তুতি নিয়েছে।’

ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রকাশিত চূড়ান্ত ভোটার তালিকা অনুযায়ী, এবারের ডাকসু ও হল সংসদ নির্বাচনে ভোটার সংখ্যা ৩৯ হাজার ৭৭৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২০ হাজার ৮৭৩ জন এবং নারী ভোটার ১৮ হাজার ৯০২ জন।

৯ সেপ্টেম্বর সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে একযোগে ভোট হবে।

এমআর/এআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর