মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ডাকসু নির্বাচন: ভোটের দিন পুরো ক্যাম্পাসে চলবে শাটল সার্ভিস

প্রকাশিত: ০৭ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৪৪ পিএম

শেয়ার করুন:

ডাকসু নির্বাচন: ভোটের দিন পুরো ক্যাম্পাসে চলবে শাটল সার্ভিস
ডাকসু নির্বাচনের দিন পুরো ক্যাম্পাসে চলবে শাটল সার্ভিস। ছবি: গৃহীত

আর একদিন পরই ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন। এদিন শিক্ষার্থীদের ভোট দেওয়ার সুবিধার্থে ক্যাম্পাসে চক্রাকারে শাটল সার্ভিস চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

রোববার (৭ সেপ্টেম্বর) জনসংযোগ দফতরের দেওয়া এক বিবৃতিতে শাটল সার্ভিসের সময়সূচি ঘোষণা করেছে প্রশাসন।


বিজ্ঞাপন


জনসংযোগ দফতরের দেওয়া তথ্যমতে, ৯ সেপ্টেম্বর সকাল ৭টা ৪৫ মিনিট থেকে বিকাল ৩টা ৫০ মিনিট পর্যন্ত শাহবাগ থেকে ৮টি ভোটকেন্দ্রে শাটল সার্ভিস চলমান থাকবে।

আরও পড়ুন: ডাকসু জরিপ: সুইং ভোটাররা ‘কিং মেকার’ ভূমিকা পালন করবে

কেন্দ্রগুলো হলো ছাত্র-শিক্ষক কেন্দ্র, উদয়ন স্কুল এন্ড কলেজ কেন্দ্র, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব কেন্দ্র, ইউল্যাব স্কুল এন্ড কলেজ কেন্দ্র, সিনেট ভবন কেন্দ্র, শারীরিক শিক্ষা কেন্দ্র, ভূতত্ত্ব বিভাগ কেন্দ্র ও কার্জন হল কেন্দ্র।

এসএইচ/এআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর