শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ডাকসু নির্বাচন: আচরণবিধি লঙ্ঘনের হিড়িক!

ইফতেখার সোহান সিফাত 
প্রকাশিত: ২৮ আগস্ট ২০২৫, ০৪:৩৮ পিএম

শেয়ার করুন:

ডাকসু নির্বাচন: আচরণবিধি লঙ্ঘনের হিড়িক!

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা গত মঙ্গলবার (২৬ আগস্ট) শুরু হয়েছে। এরপরেই প্রার্থীরা ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে নিজেদের জন্য ভোট চাইতে থাকেন। এসময় তারা নির্বাচিত হলে শিক্ষার্থীদের জন্য কী করবে; প্রার্থীদের কাছ থেকে শিক্ষার্থীদের চাওয়া-পাওয়া কী? তা শোনেন প্রার্থীরা। প্রার্থী এবং ভোটারদের এই সমাগমে উৎসবের আনন্দ বিরাজ করছে ঢাবি ক্যাম্পাসে।

কিন্তু, প্রচারণার আনুষ্ঠানিক উদ্বোধন এর আগে থেকেই নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করতে থাকেন প্রার্থীরা। প্রার্থীদের এমন কর্মকাণ্ডে আশাহত সাধারণ শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের চোখেমুখে আশঙ্কার ছাপ, আগের মতো গণরুম-গেস্টরুম ফিরে আসবে কিনা তা নিয়ে আছেন দুশ্চিন্তায়। কারণ হিসেবে শিক্ষার্থীরা বলছেন— নির্বাচিত হওয়ার আগেই যদি তারা এমনভাবে নিয়ম লঙ্ঘন করে তাহলে আমরা তাদেরকে কীভাবে বিশ্বাস করব? তারা কী নির্বাচিত হলে আদৌ আমাদের জন্য কাজ করবে; নাকি তারা নিজেদের রাজনৈতিক বা ব্যক্তিগত এজেন্ডা পূরণে ব্যস্ত হয়ে পড়বে?


বিজ্ঞাপন


ডাকসু ও হল সংসদ আচরণবিধির ২(ক) নং অনুচ্ছেদের ‘মনোনয়নপত্র দাখিল ও প্রত্যাহার’ পয়েন্টে বলা হয়েছে— মনোনয়নপত্র সংগ্রহ এবং দাখিলের সময় কোনো প্রকার মিছিল বা শোভাযাত্রা করা যাবে না।
এছাড়াও আচরণবিধির বেশিরভাগ অংশ জুড়ে স্লোগান দিয়ে মিছিল না করার কথা বলা আছে।

তবে, মনোনয়ন সংগ্রহের দিন ঢাবি ছাত্রদলের সাধারণ সম্পাদক (জিএস) পদপ্রার্থী শেখ তানভীর বারী হামিমকে স্লোগান দিয়ে মনোনয়ন সংগ্রহ করতে দেখা যায়। এই ঘটনায় কোনো ব্যবস্থা নেয়নি নির্বাচন কমিশন।

আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরুর আগেই অনেক প্রার্থী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দেয়ালে তাদের রঙিন পোস্টার লাগায়। কিন্তু, নির্বাচনি বিধিমালা অনুযায়ী কোনো প্রার্থী নির্দিষ্ট সময়ের আগে কোনো ধরনের রঙিন পোস্টার লাগাতে বা প্রচারণা চালাতে পারবে না। প্রার্থীদের পোস্টার সাদা-কালো হতে হবে এবং তা শুধু ভোটারদের হাতেই বিলি করা যাবে।

চিফ রিটার্নিং অফিসার অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়— নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীরা (সোমবার) ২৫ আগস্ট পর্যন্ত কেউ হল কিংবা ক্যাম্পাসে প্রচারণা চালাতে পারবেন না। ২৬ আগস্ট থেকে প্রার্থীরা প্রচারণায় অংশগ্রহণ করতে পারবেন। উল্লিখিত সময়ের মধ্যে প্রচারণা চালানো হলে আচরণবিধি ভঙ্গ হিসেবে বিবেচিত হবে এবং শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।


বিজ্ঞাপন


কিন্তু, আচরণবিধি উপেক্ষা করে নির্দিষ্ট সময়ের আগেই বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলগুলোতে ভোট চাইতে থাকেন প্রার্থীরা। এসময় তারা ভোটারদের কাছে নিজেদের পরিচয় ও নির্বাচনে তাদেরকে ভোট দেওয়ার জন্য বলেন, পাশাপাশি নির্বাচিত হলে কী কী করতে চান তারা তাও জানান। জানতে চাইলে তারা বলেন, ভোট চাইতে আসি নাই, দোয়া চাইতে এসেছি। অনেকেই তো প্রচারণা চালাচ্ছে, আমরা করলে সমস্যা কোথায়? এমন আচরণবিধি অনেক লেখা থাকে; কিন্তু সবকিছুরই তো ফাঁকফোকর আছে।

DU

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন-২০২৫ এর নির্বাচনি বিধিমালা ৬ এর (চ) অনুযায়ী ‘পাঠদান ও পরীক্ষা কার্যক্রম ব্যাহত হতে পারে এমন কোনো স্থানে (যেমন: শ্রেণিকক্ষ, পাঠকক্ষ, পরীক্ষার হল ইত্যাদি) সভা/সমাবেশ বা নির্বাচনি প্রচারণা চালানো যাবে না। শ্রেণিকক্ষের ভেতরে ও করিডোরে মিছিল করা যাবে না।

কিন্তু, ছাত্রদল মনোনীত প্যানেলের সহ-সভাপতি (ভিপি) পদপ্রার্থী আবিদুল ইসলাম খানকে আবাসিক হলের রিডিংরুমে প্রবেশ করে সেখানে থাকা শিক্ষার্থীদের সঙ্গে করমর্দন (হ্যান্ডশেক) করতে দেখা যায়। যতজন শিক্ষার্থী রিডিংরুমে পড়ছিলেন, সবার কাছে গিয়ে তিনি নিজের পরিচয় দিচ্ছিলেন ও দোয়া চাচ্ছিলেন। এসময় তিনি অনেক শিক্ষার্থীর সাথে কোলাকুলিও করেন।

বিশ্ববিদ্যালয়ের নিয়মানুযায়ী মেয়েদের হলগুলোতে একটি হলের আবাসিক শিক্ষার্থী অন্য হলে গিয়ে রাত্রিযাপন করতে পারেন না। এমনকি কোনো নারী শিক্ষার্থী রাত ১০টার পরে নিজ হলে প্রবেশ করতে পারেন না। এমনকি কোনো প্রার্থী রাত ১০টার পরে প্রচারণা চালাতে পারবেন না। 

কিন্তু, ‘স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য’ প্যানেলের সহ-সভাপতি (ভিপি) পদপ্রার্থী উমামা ফাতেমা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলে নিয়মভঙ্গ করে বান্ধবীর রুমে রাত্রিযাপন করেন। এছাড়াও রাত দেড়টার দিকে ওই হলের ভোটারদের কাছে ভোট চাওয়ার অভিযোগও উঠে তার বিরুদ্ধে।

এদিকে আনুষ্ঠানিক প্রচারণার প্রথম দিনেই বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সামনে ইসলামী ছাত্রশিবির সমর্থিত ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’ এর ব্যানার ভাঙচুরের ঘটনা ঘটেছে। এসময় দুর্বৃত্তরা ব্যানারে থাকা প্রার্থীদের ছবি বিকৃত করে— পুরুষ প্রার্থীদের মাথায় শিং এবং হিজাব পরিহিত নারী প্রার্থীদের ছবিতে অঙ্কন করে বিকৃতি ঘটায়।

নির্বাচনি আচরণবিধি অনুযায়ী কোনো প্রার্থী বা কোনো ভোটার অন্য কোনো প্রার্থীর ব্যানার/লিফলেট/ফেস্টুন/ হ্যান্ডবিল এর ক্ষতিসাধন করতে পারবে না। উক্ত ঘটনায় এই আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন হয়েছে।

D

একই দিনে বিকেল ৪টা থেকে রাত ৯:৩০টা পর্যন্ত নির্বাচন কমিশনের বিনা অনুমতিতে টিএসসিতে গান, কবিতাসহ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনার মাধ্যমে নির্বাচনি ইশতেহার উপস্থাপন করেন ডাকসু নির্বাচনের সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদপ্রার্থী মো. মাহাবুব খালাসী।  

পরদিন বুধবার (২৭ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নিজের রুমমেট রবিউলকে হত্যাচেষ্টার মামলায় গ্রেফতার হন ভিপি প্রার্থী জালাল আহমেদ ওরফে জ্বালাময়ী জালাল। এই ঘটনায় আহত শিক্ষার্থী রবিউলকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়।

বিশ্ববিদ্যালয়ের আচরণবিধি অনুযায়ী প্রার্থীরা ঢাবি কেন্দ্রিক কোনো উপঢৌকন বিলি-বন্টন, আপ্যায়ন ও অর্থ সহযোগিতা করতে পারবেন না। এই ধরনের কার্যক্রম আচরণবিধি লঙ্ঘন বলে বিবেচিত হবে।

আচরণবিধি লঙ্ঘন করে বুধবার (২৭ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের দোকানে ১৩২ শিক্ষার্থীকে রাতের খাবার খাওয়ানোর অভিযোগ উঠেছে কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক পদপ্রার্থী স্বাধীন আহমেদের বিরুদ্ধে।

এদিকে বারবার আচরণবিধি লঙ্ঘনের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের ক্রিয়াশীল ছাত্রসংগঠনের প্যানেলগুলো। উদ্বেগ প্রকাশ করে ‘বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ’ প্যানেলের ভিপি পদপ্রার্থী আব্দুল কাদের বলেন, আমাদের মনে হচ্ছে প্রতিটা প্রার্থীর মধ্যে প্রতিযোগিতা চলছে কে কার চেয়ে বেশি আচরণবিধি লঙ্ঘন করবে। যারা আচরণবিধি লঙ্ঘন করেছে তাদেরকে বরং এক্সট্রা সুবিধা দেওয়া হচ্ছে।

এসব ঘটনার পর ডাকসু ও হল সংসদ নির্বাচন কমিশন সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক ড. গোলাম রব্বানীকে আহ্বায়ক করে সাত সদস্য বিশিষ্ট একটি টাস্কফোর্স কমিটি গঠন করা হয়। ডাকসু ও হল সংসদ নির্বাচন-২০২৫ এর আচরণবিধি সংক্রান্ত অভিযোগ নিষ্পত্তির জন্য নির্বাচন কমিশনের সিদ্ধান্ত মোতাবেক আচরণবিধি সংক্রান্ত এই কমিটি গঠন করা হয়।

এদিকে কমিটি গঠন করার পরেও নির্বাচন কমিশন ও আচরণবিধি সংক্রান্ত টাস্কফোর্স কমিটিকে উল্লেখযোগ্য কোনো সিদ্ধান্ত নিতে দেখা যায়নি। আচরণবিধি লঙ্ঘনের এতসব ঘটনায় আশাহত শিক্ষার্থীরা প্রশাসন নিশ্চুপ থাকায় হতাশ।

আইএসএস/এফএ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর