মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ডাকসু নির্বাচন: প্রথম দিনে কোন প্যানেল কীভাবে প্রচারণা শুরু করল

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, ঢাবি
প্রকাশিত: ২৬ আগস্ট ২০২৫, ০৮:৫৯ পিএম

শেয়ার করুন:

Daksu
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)। ফাইল ছবি।

আসন্ন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ-২০২৫ নির্বাচনের প্রার্থী চূড়ান্ত করাসহ সব ধরনের প্রাথমিক কার্যক্রম শেষ করেছে নির্বাচন কমিশন। এরপরই আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরু ও আচরণবিধির নিয়মাবলি উদ্বোধন করে কমিশন।

মঙ্গলবার (২৬ আগস্ট) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে নির্বাচনে অংশগ্রহণ করা সকল প্যানেলের সদস্য এবং স্বতন্ত্র প্রার্থীদের উপস্থিতিতে নির্বাচনি প্রচারণা কার্যক্রম উদ্ভোদন করা হয়।


বিজ্ঞাপন


যেভাবে প্রচারণা শুরু করলেন বিভিন্ন প্যানেলের সদস্যরা

১। ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটে’র সহসভাপতি (ভিপি) পদপ্রার্থী আবু সাদিক কায়েম, জিএস পদপ্রার্থী এসএম ফরহাদ ও এজিএস পদপ্রার্থী মহিউদ্দিন খানসহ অন্যান্য প্রার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে যোহরের নামাজ পড়ে তাদের প্রচারণা কার্যক্রম শুরু করেন।

২। ভিসি চত্বরে ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবারের মহান একাত্তরের শহীদদের স্মৃতি ফলক ‘স্মৃতি চিরন্তন’-এ শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত আবিদ-হামিম-মায়েদ পরিষদ তাদের আনুষ্ঠানিক প্রচারণা কার্যক্রম শুরু করে।

৩। ‘স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য’ প্যানেলের সদস্যরা জগন্নাথ হলের বধ্যভূমিতে পুস্পস্তবক অর্পণ করার মধ্য দিয়ে তাদের প্রচারণা কার্যক্রম শুরু করে।

৪। কেন্দ্রীয় শহীদ মিনারে ‘প্রতিরোধ পর্ষদে’র ভিপি প্রার্থী শেখ তাসনিম আফরোজ ইমি, জিএস প্রার্থী মেঘমল্লার বসু এবং এজিএস প্রার্থী মো. জাবির আহমেদ জুবেলের নেতৃত্বে শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে নির্বাচনি প্রচারণা শুরু করা হয়।

৫। ‘সমন্বিত শিক্ষার্থী সংসদ’ কেন্দ্রীয় লাইব্রেরি থেকে শুরু করে স্যোশাল সাইন্স কাভার করে কলাভবন এবং সেখান থেকে বিজনেস ফ্যাকাল্টিতে গণসংযোগ চালায়।

এছাড়া ডাকসু ও হল সংসদের অন্যান্য প্রার্থীরা নিয়ম মেনে তাদের প্রচারণা কার্যক্রম শুরু করেন। 

পাশাপাশি প্রার্থীদের বিশ্ববিদ্যালয়ের হলগুলোর সামনে ভোটারদের মতামত নিতে দেখা যায়। ভোটাররা কী চান প্রার্থীদের কাছ থেকে, সে বিষয় সম্পর্কে জেনে তাদেরকে নিজেদের অঙ্গীকারের কথা ব্যক্ত করেন।

আইএসএস/এএইচ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর