শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

তিন দাবিতে অনড় প্রকৌশলের শিক্ষার্থীরা, উত্তাল শাহবাগ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৭ আগস্ট ২০২৫, ১২:২৭ পিএম

শেয়ার করুন:

তিন দাবিতে অনড় প্রকৌশলের শিক্ষার্থীরা, উত্তাল শাহবাগ

তিন দফা দাবিতে রাজধানীর শাহবাগ মোড় দ্বিতীয় দিনের মতো অবরোধ করে বিক্ষোভ করছেন দেশের প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

বুধবার (২৭ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট), খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) ও রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ (রুয়েট) বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শত শত শিক্ষার্থী একত্র হয়ে এ কর্মসূচি পালন করেন।


বিজ্ঞাপন


গতকাল বুয়েটের শিক্ষার্থী আবরার ফাইয়াজ ঘোষণা দিয়েছিলেন, বুধবার সকাল ১০টায় শাহবাগ মোড়ে আবারও অবস্থান নেওয়া হবে। সেই ঘোষণা অনুযায়ী শিক্ষার্থীরা লংমার্চ করে শাহবাগে এসে সড়ক অবরোধ করেন। পরে তারা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে যাওয়ার ঘোষণা দেন।

শিক্ষার্থীদের অভিযোগ, ইঞ্জিনিয়ারিংয়ের ৯ম গ্রেড বা সহকারী প্রকৌশলী পদে প্রবেশের ক্ষেত্রে ন্যূনতম বিএসসি ডিগ্রিধারীদের জন্য নিয়োগ পরীক্ষা বাধ্যতামূলক করা হলেও বাস্তবে নানা পথে কোটার মাধ্যমে কিংবা সমমানের পদ তৈরি করে পদোন্নতি দেওয়া হচ্ছে। এতে প্রকৌশলীদের মর্যাদা ও পেশাগত মান ক্ষতিগ্রস্ত হচ্ছে। পাশাপাশি টেকনিক্যাল ১০ম গ্রেডের উপ-সহকারী প্রকৌশলী পদে নিয়োগ পরীক্ষাও সীমিত পরিসরে অনুষ্ঠিত হয়, যা ডিপ্লোমা ও বিএসসি ডিগ্রিধারী উভয়ের জন্য উন্মুক্ত হওয়া প্রয়োজন। এছাড়া বিএসসি ডিগ্রি ছাড়া কেউ যেন প্রকৌশলী পদবি ব্যবহার করতে না পারে, সেজন্য আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা। নন-এক্রিডেট বিএসসি ইঞ্জিনিয়ারিং কোর্সগুলোকে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে আইইবি- বিএইটিই এক্রিডেশনের আওতায় আনার বিষয়েও জোর দেন আন্দোলনকারীরা।

শিক্ষার্থীরা বলেন, দীর্ঘদিন ধরে এসব দাবি জানানো হলেও সরকারের পক্ষ থেকে কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। ফলে তারা আন্দোলনে নামতে বাধ্য হয়েছেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত শাহবাগ অবরোধসহ কঠোর কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা।


বিজ্ঞাপন


এএইচ/এএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর