শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

বুয়েট শিক্ষার্থীদের ‘লং মার্চ টু ঢাকা’ ঘোষণা

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশিত: ২৭ আগস্ট ২০২৫, ০৭:৩৭ এএম

শেয়ার করুন:

বুয়েট শিক্ষার্থীদের ‘লং মার্চ টু ঢাকা’ ঘোষণা

দীর্ঘ ৫ ঘণ্টা শাহবাগ ব্লকেড পালন করার বুধবার (২৭ আগস্ট) লং মার্চ টু ঢাকা ঘোষণা করেন বাংলাদেশ প্রোকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থীরা।

মঙ্গলবার (২৬ আগস্ট) রাত ৮টার পর শাহবাগে প্রকৌশলী অধিকার আন্দোলনের সাধারণ সম্পাদক সাকিবুল হক লিপু এ কর্মসূচি ঘোষণা করেন।


বিজ্ঞাপন


এর আগে মঙ্গলবার বুয়েট শিক্ষার্থী রোকনুজ্জামানকে হত্যার হুমকির বিচার এবং তিন দফা দাবিতে বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত ব্লকেড কর্মসূচি পালন করেন তারা।

সাকিবুল হক লিপু বলেন, বুধবার সকাল ১০টা থেকে শাহবাগে জমায়েত শুরু হবে। এদিন সারাদেশের সব প্রকৌশল এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এই আন্দোলনে যোগ দেওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে।

বুয়েট শিক্ষার্থীদের ৩ দফা দাবি হলো—

১. ৯ম গ্রেডে ৩৩ শতাংশ কোটা রয়েছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারের জন্য। সেই কোটা বাতিল করে মেধার ভিত্তিতে এ পদে নিয়োগ দিতে হবে।


বিজ্ঞাপন


২. ১০ম গ্রেডে  ১০০ শতাংশ কোটা রয়েছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার জন্য, তা বাতিল করে সকলের জন্য উন্মুক্ত করতে হবে।

৩. বিএসসি ডিগ্রি ছাড়া ইঞ্জিনিয়ার পদবি ব্যবহার করা যাবে না। যদি এই পদবি ব্যবহার করে তাহলে আইনানুগ ব্যবস্থা নিতে হবে।

আইএসএস/এএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর