গত বছর জুলাইয়ে কোটাবিরোধী আন্দোলন চলাকালে ছাত্রলীগের হামলায় গুরুতর আহত হয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সানজিদা আহমেদ তন্বী। তিনি এবার ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে গবেষণা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তার সম্মানে এবার পদটিতে কোনো প্রার্থী ঘোষণা করেনি জাতীয়তাবাদী ছাত্রদল।
বুধবার (২০ আগস্ট) দুপুর ১২টার কিছু পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ডাকসু নির্বাচনের জন্য ছাত্রদলের ২৭ সদস্যের চূড়ান্ত প্যানেল ঘোষণা করেন। তবে গবেষণা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক পদে কোনো প্রার্থী দেয়নি সংগঠনটি।
বিজ্ঞাপন
গত বছরের ১৫ জুলাই বিকেলে ছাত্রলীগের হামলায় আহত হন সানজিদা আহমেদ তন্বী। তার রক্তে মাখা ভীত মুখটি ভাইরাল হয় এবং আন্দোলন বেগবান করতে ছবিটি ব্যাপক অনুপ্রেরণা জোগায়।
ইতোমধ্যে ডাকসুর গবেষণা ও প্রকাশনা সম্পাদক পদে নিজের প্রার্থিতা ঘোষণা করেছেন সানজিদা আহমেদ তন্বী। তিনি ঢাবির ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী।
তার সম্মানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এই পদে কোনো প্রার্থী ঘোষণা করেনি। গণতান্ত্রিক ছাত্র সংসদও এই পদে কোনো প্রার্থী দেয়নি।
বিজ্ঞাপন
জেবি

