শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

আইআইইউসি শিক্ষার্থীদের মাঝে কোরআন বিতরণ

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশিত: ২২ জুন ২০২৫, ০৭:৩৪ পিএম

শেয়ার করুন:

আইআইইউসি শিক্ষার্থীদের মাঝে কোরআন বিতরণ

আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) এর ইসলামিক ডায়ালগ আয়োজিত ‘ভয়েস ফর ফিলিস্তিন’ কর্মসূচীর অংশ হিসেবে কোরআন বিতরণ কর্মসূচি’র আয়োজন করা হয়েছে। 

রোববার (২২ জুন) আইআইইউসি সেন্ট্রাল অডিটোরিয়ামে এ অনুষ্ঠানটি সম্পন্ন হয়। যেখানে সর্বমোট ১২শ শিক্ষার্থীর মাঝে পবিত্র কোরআন বিতরণ করা হয়।


বিজ্ঞাপন


আইআইইউসি ইসলামিক ডায়ালগের সভাপতি সাব্বির আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ড. মোহাম্মদ আলী আযাদী। প্রধান আলোচক ছিলেন আল কোরআন একাডেমি লন্ডন এর চেয়াম্যান ড. হাফেজ মুনির উদ্দিন আহমেদ।

আরও পড়ুন: কোরআন বিতরণসহ ১১ আমলের সওয়াব মৃত্যুর পরও জারি থাকে

quran_programme

এসময় প্রধান অতিথি ড. মোহাম্মদ আলী আযাদী তার বক্তব্যে আইআইইউসি ইসলামিক ডায়ালগের এমন মহতি উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। সেইসঙ্গে প্রত্যেক বিশ্ববিদ্যালয়ে যেন এমন কোরআন বিতরণ ও গবেষণার আয়োজন হয় সে আশাবাদ ব্যাক্ত করেন।


বিজ্ঞাপন


প্রধান আলোচক ড. হাফেজ মুনির উদ্দিন আহমেদ বলেন, কোরআন শুধু পড়ার মানুষ আছে কিন্তু বুঝে ও এর পরিপূর্ণ হক আদায় করে পড়ার লোক খুবই কম। তাই ‘আল কোরআন একাডেমী লন্ডন’ কোরআন বিতরণের এই উদ্যোগ গ্রহণ করে। এছাড়াও এ সংস্থাটি বিশ্বের প্রায় ২০টি দেশে ২৮টি ভাষায় কোরআন বিতরণ করে থাকে।

আরও পড়ুন: কোরআন বুঝে পড়ার তাৎক্ষণিক উপকার

iiuc_quran_programme

আইআইইউসি ইসলামিক ডায়ালগের সভাপতি সাব্বির আহমেদ বলেন, ছাত্র-ছাত্রীদের সহযোগিতা পেলে আমারা ভবিষ্যতে আরো বড় পরিসরে মনোমুগ্ধকর আয়োজন করার চেষ্টা করবো ইনশা আল্লাহ।

আরও পড়ুন: কোরআনের শুধু অনুবাদ পড়লে সওয়াব পাওয়া যাবে?

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার, আইআইইউসি ইসলামিক ডায়ালগের উপদেষ্টা ও অন্যান্য শিক্ষকবৃন্দ। অনুষ্ঠানে ‘ভয়েস ফর ফিলিস্তিন’ শীর্ষক দুটি ইভেন্ট; ফিলিস্তিন নিয়ে প্রবন্ধ লিখন ও ক্যালিগ্রাফি প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরষ্কার প্রদান করা হয়।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর