শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

দাবি আদায় না হলে রোববার ঢাকা ‘ব্লকেড’ কর্মসূচি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১ জুন ২০২৫, ০৩:৫০ পিএম

শেয়ার করুন:

দাবি আদায় না হলে রোববার ঢাকা ‘ব্লকেড’ কর্মসূচি ঘোষণা

শিক্ষার্থীদের বহিষ্কার প্রত্যাহারসহ ৫ দফা দাবি আজকের মধ্যে না মানা হলে ঢাকা ‘ব্লকেড’ কর্মসূচির ঘোষণা করেছেন ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) শিক্ষার্থীরা।

শনিবার (২১ জুন) সকাল সাড়ে ৮টা থেকে দাবি আদায়ে রাজধানীর নতুন বাজার এলাকা অবরোধ করেন তারা। পরে কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশ করে প্রাইভেট ইউনিভার্সিটি অ্যালায়েন্স অব বাংলাদেশের নেতাকর্মীরাও।


বিজ্ঞাপন


সংগঠনটির নেতারা জানিয়েছেন, আজকের মধ্যে ইউআইইউ শিক্ষার্থীদের যৌক্তিক দাবি মেনে নেওয়া না হলে আগামীকাল রোববার (২২ জুন) রাজধানীজুড়ে ‘ব্লকেড কর্মসূচি’ পালন করা হবে।

দুপুর ২টা পর্যন্ত বিক্ষোভকারীরা সড়ক অবরোধ করে রেখেছেন। ফলে টানা প্রায় সাড়ে ৫ ঘণ্টা ধরে কুড়িল থেকে বাড্ডা ও গুলশানমুখী প্রধান সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। এতে সীমাহীন ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা।

উল্লেখ্য, বহিষ্কারাদেশ প্রত্যাহার ছাড়াও ইউআইইউ শিক্ষার্থীরা আরও চারটি দাবি পেশ করেছেন। সেগুলো হলো— স্বচ্ছ ও গণতান্ত্রিকভাবে সিন্ডিকেট গঠন, শিক্ষা পরিবেশ উন্নয়ন, নির্দিষ্ট অডিটোরিয়াম নির্মাণ এবং সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা।


বিজ্ঞাপন


শিক্ষার্থীদের পাঁচ দফা দাবি

১. ইউআইইউ কর্তৃক অন্যায়ভাবে বহিষ্কৃত শিক্ষার্থীদের নিঃশর্ত বহিষ্কার প্রত্যাহার ও ক্ষতিপূরণের ব্যবস্থা করতে হবে।
২. বহিষ্কারের সঙ্গে জড়িত সব ছাত্র-শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে সঠিক তদন্ত করে তাদের শাস্তির আওতায় আনতে হবে।
৩. ইউআইইউ-তে দীর্ঘদিন ধরে চলা অনিয়ম-অসুবিধা ও স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে রিফর্ম দাবিসমূহ বাস্তবায়ন।
৪. বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর জন্য একটি স্বাধীন সংস্কার কমিশন গঠন করতে হবে।
৫. বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ওপর আরোপিত ১৫ শতাংশ কর বাতিল করতে হবে।

ইউআইইউ সূত্র ও শিক্ষার্থীরা জানান, গত ২৬ ও ২৭ এপ্রিল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থীদের অসন্তোষের জেরে উপাচার্যসহ ১১ জন প্রশাসনিক কর্মকর্তা পদত্যাগ করেন। এরপর ২৮ এপ্রিল ইউআইইউ কর্তৃপক্ষ অনির্দিষ্টকালের জন্য সব শিক্ষা কার্যক্রম স্থগিত ঘোষণা করে। যদিও ২০ মে থেকে অনলাইন ক্লাস শুরু হয়েছে। তবে শিক্ষার্থীদের একটি অংশ তা প্রত্যাখ্যান করে ক্যাম্পাসে সরাসরি ক্লাস ও প্রশাসনিক স্বচ্ছতা নিশ্চিতের দাবি করে আসছেন।

এএসএল/এমএইচটি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর