মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

নতুনবাজার সড়ক অবরোধ করেছেন ইউআইইউ শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১ জুন ২০২৫, ০৯:২৫ এএম

শেয়ার করুন:

নতুনবাজার সড়ক অবরোধ করেছেন ইউআইইউ শিক্ষার্থীরা
নতুনবাজার মোড়ে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দিচ্ছেন ইউআইইউ শিক্ষার্থীরা

রাজধানীর নতুনবাজার মোড়ে অবরোধ কর্মসূচি পালন করছেন ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) শিক্ষার্থীরা। অবৈধ বহিষ্কার ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের স্বেচ্ছাচারী আচরণের প্রতিবাদে এই কর্মসূচি পালন করছেন তারা।

পূর্বঘোষণা অনুযায়ী শনিবার (২১ জুন) সকাল সাড়ে ৮টা থেকে তারা নতুনবাজার মোড়ে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দিচ্ছেন শিক্ষার্থীরা। অনেকের হাতে রয়েছে প্লে-কার্ডও।


বিজ্ঞাপন


আন্দোলনকারী শিক্ষার্থীদের অভিযোগ, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কোনো রকম আলোচনা ছাড়াই কয়েকজন শিক্ষার্থীকে একতরফাভাবে বহিষ্কার করেছে। একইসাথে, দীর্ঘ দিন ধরে তারা শিক্ষার্থীদের ন্যায্য দাবিগুলো উপেক্ষা করে আসছে।

7

শিক্ষার্থীরা জানিয়েছেন, ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা না নেওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে।


বিজ্ঞাপন


আন্দোলনরত এক শিক্ষার্থী বলেন, আমরা বহুবার শান্তিপূর্ণভাবে নিজেদের কথা বলার চেষ্টা করেছি, কিন্তু কেউ আমাদের কথা শোনেনি। অবিচার ও হয়রানির বিরুদ্ধে এবার আমরা নিজেরাই রুখে দাঁড়াব।

/এএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর