করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা- কর্মচারীদের মাস্ক পরা বাধ্যতামূলকসহ স্বাস্থ্যবিধি মানার নির্দেশ দেওয়া হয়েছে। আজ রোববার (১৫ জুন) এ সংক্রান্ত এক অফিস আদেশে জারি করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়।
আদেশে বলা হয়, জাতীয় বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীকে অফিসে মাস্ক পরিধানসহ স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। ভাইস-চ্যান্সেলর, প্রো-ভাইস চ্যান্সেলর ও ট্রেজারার অফিস কক্ষে প্রবেশের আগে অবশ্যই মাস্ক পড়তে হবে। দাফতরিক সভা জুম অ্যাপে আয়োজন করতে হবে। দফতরের বাইরে তিন জনের বেশি একত্রে অবস্থান করা যাবে না।
বিজ্ঞাপন
এছাড়াও করোনা ভাইরাসের কোনো উপসর্গ দেখা দিলে বিশ্ববিদ্যালয়ের মেডিক্যাল সার্ভিসেস দফতর বা আইইডিসিআর হটলাইনে ০১৪০১-১৯৬২৯৩ পরামর্শ নিয়ে কোভিড টেস্ট করে বিশ্ববিদ্যালয়কে জানাতে হবে। অফিসে আসা সেবা গ্রহীতাদের মাস্ক পড়ে নির্দিষ্ট দূরত্বে লাইনে থেকে সেবা নেওয়ার অনুরোধ করা হয়েছে।
এএসএল/এফএ

