শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে যে নির্দেশনা দিল শিক্ষা বোর্ড

ঢাকা মেইল ডেস্ক
প্রকাশিত: ১৫ জুন ২০২৫, ০৪:৩১ পিএম

শেয়ার করুন:

HSC
এইচএসসি পরীক্ষা। ফাইল ছবি

আসন্ন ২০২৫ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার প্রশ্নপত্র সংক্রান্ত একটি ‘অতীব জরুরি’ নির্দেশনা জারি করেছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা।

রোববার (১৫ জুন) ঢাকা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এসএম কামাল উদ্দিন হায়দার স্বাক্ষরিত এক স্মারকে এই তথ্য জানানো হয়েছে।


বিজ্ঞাপন


কেন্দ্র সচিবদের উদ্দেশে জারি করা এই নির্দেশনায় বলা হয়েছে, বিজি প্রেস থেকে পাঠানো ২০২৫ সালের এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র নির্ধারিত স্টেটমেন্ট অনুযায়ী সঠিকভাবে এসেছে কিনা, তা পুঙ্খানুপঙ্খভাবে যাচাই করতে হবে। যদি কোনো সেটে প্রশ্নপত্র কম বা বেশি পাওয়া যায়, তবে আগামী ১৯ জুনের মধ্যে ই-মেইলের মাধ্যমে বোর্ডকে অবহিত করার নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশনায় দ্রুত পদক্ষেপ নিতে কেন্দ্র সচিবদের তাগিদ দেওয়া হয়েছে।

এর আগে প্রকাশিত আরেকটি নির্দেশনায় প্রশ্নপত্র যাচাইয়ের পাশাপাশি আরও কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা দেওয়া হয়েছিল। এতে বলা হয়েছিল, পরীক্ষার তিন দিন আগেই ট্রেজারি অফিস থেকে প্রশ্নপত্র সংগ্রহ করে তা নির্ধারিত সেট অনুযায়ী সুরক্ষিত খামে রাখতে হবে। পরীক্ষার দিন সকালে এসএমএসের মাধ্যমে প্রাপ্ত সেট নম্বর অনুযায়ী খাম খুলে পরীক্ষার আয়োজন করতে হবে।

এছাড়াও, অব্যবহৃত প্রশ্নপত্রের সেটগুলো কোনো অবস্থাতেই খোলা যাবে না এবং অক্ষত অবস্থায় সেগুলো বোর্ডে ফেরত পাঠাতে হবে। প্রশ্নপত্র সংগ্রহ ও বিতরণের সময় সংশ্লিষ্ট থানার ট্যাগ অফিসার এবং পুলিশের উপস্থিতি নিশ্চিত করারও নির্দেশ দেওয়া হয়েছে।


বিজ্ঞাপন


ঢাকা শিক্ষা বোর্ডের প্রকাশিত রুটিন অনুযায়ী, ২০২৫ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা আগামী ২৬ জুন শুরু হয়ে ১০ আগস্ট শেষ হবে। ব্যবহারিক পরীক্ষা ১১ থেকে ২১ আগস্ট পর্যন্ত অনুষ্ঠিত হবে।

/এএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর