শনিবার, ১৪ জুন, ২০২৫, ঢাকা

এক আবেদনে সৌদির ৫০ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সুযোগ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১ জুন ২০২৫, ০৭:১৮ পিএম

শেয়ার করুন:

Uni
সৌদি আরবের একটি বিশ্ববিদ্যালয়।

সৌদি আরব ২০২৫ শিক্ষাবর্ষের জন্য বৃত্তির ঘোষণা দিয়েছে। শর্তপূরণ সাপেক্ষে যে কেউ আবেদন করতে পারবেন। উচ্চশিক্ষা অর্জনের এ সুবর্ণ সুযোগে রিয়াদ, নিওম, জেদ্দা এবং মদিনার সৌন্দর্য উপভোগের সুযোগ থাকবে।

বর্তমানে বিশ্বের ১৭০টি দেশের শিক্ষার্থীরা পড়াশোনা করেন সৌদি আরবের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে। সৌদি আরবের ২০২৫ শিক্ষাবর্ষের বৃত্তিতে দেশটির ৫০টি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সুযোগ মিলবে। আবেদনের শেষ তারিখ আগামী ১৪ জুন। 


বিজ্ঞাপন


কারা আবেদন করতে পারবেন?

আন্তর্জাতিক শিক্ষার্থীরা সৌদি বিশ্ববিদ্যালয়গুলোতে স্নাতক, স্নাতকোত্তর এবং পিএইচডি প্রোগ্রামের জন্য আবেদন করতে পারবেন। অনলাইন আবেদনের পর পড়াশোনার সুযোগ মিলবে সৌদি আরবের নানা বিশ্ববিদ্যালয়ে।

যেসব সুযোগ-সুবিধা থাকবে বৃত্তিতে

পূর্ণ টিউশন ফি, মাসিক উপবৃত্তি, বিনামূল্যে আবাসনের ব্যবস্থা, বিনামূল্যে স্বাস্থ্যসেবা এবং যাতায়াতের জন্য বিমান টিকিট।


বিজ্ঞাপন


আবেদনসহ বিস্তারিত জানতে https://studyinsaudi.moe.gov.sa/
ادرس في السعودية
ادرس في السعودية بوابتك للتعليم في المملكة العربية السعودية. استكشف هنا فرصتك للتعليم في دولة غنية بالتاريخ ذات ثقافة عريقة وتطور حضاري مميز ضمن أهم الوجهات التعليمية للطلاب الدوليين
studyinsaudi.moe.gov.sa- এই ওয়েব সাইট ভিজিট করুন।

এএসএল/এএইচ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর