শনিবার, ২২ মার্চ, ২০২৫, ঢাকা

মারকাযুল লুগায় আরবি ভাষার ওপর প্রশিক্ষণ নিলেন ৩০০ শিক্ষার্থী

ঢাকা মেইল ডেস্ক
প্রকাশিত: ১৮ মার্চ ২০২৫, ০৭:০৫ পিএম

শেয়ার করুন:

মারকাযুল লুগায় আরবি ভাষার ওপর প্রশিক্ষণ নিলেন ৩০০ শিক্ষার্থী
প্রায় তিনশ শিক্ষার্থী প্রশিক্ষণ নেন। ছবি: সংগৃহীত

রাজধানীর মারকাযুল লুগাতিল আরাবিয়্যাহ বাংলাদেশে পবিত্র রমজানে ১৫ দিনব্যাপী আরবি ভাষা প্রশিক্ষণ কোর্স সমাপ্ত হয়েছে। সারাদেশে থেকে আগত প্রায় তিনশ ছাত্র এই কোর্সে প্রশিক্ষণ নিয়েছেন।

ভাষার সব দক্ষতাসম্বলিত এই কোর্সে ছিল শ্রবণ, কথন, পঠন ও লিখনদক্ষতার ওপর সমন্বিত প্রশিক্ষণ।


বিজ্ঞাপন


কোর্সের পরিচালক শায়েখ মহিউদ্দীন ফারুকী বলেন, ‘আমাদের এই কোর্সগুলো এমনভাবে সাজানো, যেখানে একসঙ্গে ভাষার সব মৌলিক দক্ষতার ওপর নিবিড় প্রশিক্ষণ হয় এবং এর ভেতর দিয়ে আরবি ভাষার ব্যাপারে ছাত্রদের মনে জমে থাকা হীনমন্যতা দূর হয়।’

কোর্সে কওমি ও আলিয়া মাদরাসা ছাড়াও বিশ্ববিদ্যালয়ের অ্যারাবিক বিভাগের ছাত্ররা অংশগ্রহণ করেন। কোর্স শেষে সকল প্রশিক্ষণার্থীর জন্য ছিল সার্টিফিকেট।

এটি মারকাযের মূল কেন্দ্রে আয়োজিত ২০তম আরবি ভাষা প্রশিক্ষণ কোর্স। প্রতি বছর শাবান ও রমজান মাসে ১০ দিন ও ১৫ দিনের মেয়াদে কোর্সগুলো আয়োজিত হচ্ছে।

জেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর