স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর এমপিওভুক্তির দাবিতে সচিবালয় অভিমুখে শিক্ষকদের পদযাত্রায় পুলিশ বাধা দিয়েছে। সোমবার (১০ মার্চ) দুপুর ১টায় প্রেসক্লাবের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল কদম ফোয়ারা ঘুরে সচিবালয়ের দিকে যাত্রা শুরু করে। তবে পুলিশের বাধায় মিছিলটি প্রেসক্লাবের সামনের সচিবালয় রোডে আটকে যায়।
পরবর্তীতে আগামীকাল শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের আশ্বাস দিলে শিক্ষকগণ পদযাত্রার কর্মসূচি স্থগিত করেন। আবার প্রেসক্লাবের সামনে এসে ১৬তম দিনের মতো অবস্থান কর্মসূচি শুরু করেন।
বিজ্ঞাপন
মিছিলে শিক্ষকগণ ‘দাবি মোদের একটাই, শিক্ষা প্রতিষ্ঠান এমপিও চাই’; ‘এক দেশে দুই নীতি, মানি না মানব না’; ‘এমপিও ছাড়া, ঘরে ফিরব না’; ‘ভাত দে, না হলে বিষ দে’; ‘এমপিও না দিলে, প্রেসক্লাব ছাড়ব না’; ‘এমপিও না দিলে, সচিবালয় ছাড়বো না’ এসব স্লোগান দেন।
পুলিশি বাধার সময় প্রিন্সিপাল ও শিক্ষক নেতা সেলিম মিয়া বলেন, আমাদের দাবি একটাই; স্বীকৃত প্রতিষ্ঠান হিসেবে আমরা এমপিওভুক্তি চাই। আমাদের ন্যায্য দাবি পূরণ না হলে আমরা রাজপথ ছাড়ব না। আজকেই আমরা শিক্ষা উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করার জন্য বের হয়েছিলাম। কিন্তু পুলিশ আমাদের মিছিলে বাধা দেয়। তবে পরবর্তীতে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে আগামী কাল শিক্ষা উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের ব্যবস্থা করে দিবেন। এই আশ্বাসে আজকের পদযাত্রা আমরা স্থগিত ঘোষণা করেছি।
পরে মিছিলটি প্রেসক্লাবের সামনে এলে অবস্থান কর্মসূচি শুরু করেন শিক্ষকগণ। কর্মসূচিতে জয়পুরহাট থেকে আসা শিক্ষক এসহাক আলী বলেন, আগে একটা নিয়ম ছিল শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে কোনো প্রতিষ্ঠান স্বীকৃতি পেলে সেটা এমপিওভুক্ত হয়ে যেত। কিন্তু আমাদের কপাল খারাপ, অজানা কারণে গত ১৬ বছরেও আমরা সরকারি কোনো সুযোগ-সুবিধা পাচ্ছি না।
জামালপুর থেকে এসেছেন শিক্ষক সালাউদ্দিন শাফি। তিনি বলেন, একটা ন্যায্য দাবি আদায় করতে শিক্ষকদের রাস্তায় নামতে হয়েছে। এর চেয়ে লজ্জার কিছু নাই। আমাদের থাকার কথা ছিল ক্লাসরুমে; কিন্তু আমরা আছি রাস্তায়। আমরা দ্রুত আমাদের অধিকার চাই।
বিজ্ঞাপন
সচিবালয় অভিমুখে পদযাত্রার মিছিলে প্রায় ১ হাজার শিক্ষক উপস্থিত ছিলেন। উল্লেখ্য, তারা গত ২৩ ফেব্রুয়ারি থেকে প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন।
এসএল/এফএ