বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫, ঢাকা

মেডিকেলে ভর্তি পরীক্ষায় কোটায় উত্তীর্ণ ১৯৩ জনের ফল স্থগিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০ জানুয়ারি ২০২৫, ০৬:৩৫ পিএম

শেয়ার করুন:

মেডিকেলে কোটায় উত্তীর্ণ ১৯৩ জনের ফল স্থগিত

মেডিকেলে ভর্তি পরীক্ষায় মুক্তিযোদ্ধা কোটায় উত্তীর্ণ ১৯৩ জনের ফলাফল স্থগিত করা হয়েছে। এ ব্যাপারে স্বাস্থ্য-শিক্ষা অধিদফতর আগামী ২৯ জানুয়ারির মধ্যে যাচাই-বাছাই সম্পন্ন করবে।

সোমবার (২০ জানুয়ারি) স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।


বিজ্ঞাপন


স্বাস্থ্য শিক্ষা অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক রুবীনা ইয়াসমীন জানান, প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে তাদের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক ডা. নাজমুল হোসেন বলেন, আগামী ২৯ জানুয়ারির মধ্যে স্বাস্থ্য শিক্ষা অধিদফতরে স্বশরীরে উপস্থিত হয়ে মুক্তিযোদ্ধা সনদপত্র, জন্ম সনদ এবং একাডেমিক সার্টিফিকেটসহ সব কাগজপত্র যাচাই-বাছাই করাতে হবে। যাচাই–বাছাইয়ের ক্ষেত্রে যদি কোনো ভুল বা অসত্য তথ্য পাওয়া যায়, যেমন দেখা গেল মুক্তিযোদ্ধার নাতি বা ভাতিজা, ছেলে বা মেয়ে না, সন্তান না হয়ে অন্য কেউ, তার মুক্তিযোদ্ধা কোটায় ভর্তি বাতিল হবে। একই সাথে সেই শূন্য আসনে মেধা কোটা থেকে পূরণ করা হবে বলে জানান তিনি। 

এর আগে দুপুরে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডা. সায়েদুর রহমান সাংবাদিকদের বলেন, ১৯৩ জনের (যারা কোটায় মেধা তালিকায় স্থান পেয়েছেন) মধ্যে খুবই আনইউজুয়াল হবে যাদের (বাবার) বয়স ৬৭-৬৮ এবং যাদের সন্তান থাকার সম্ভাবনা খুবই কম। সেখানে যদি কোনো ত্রুটি ধরা পড়ে তাহলে সেটা দেখা হবে।

আরও পড়ুন

৪১ পেয়ে কোটায় ভর্তির সুযোগ, ৭০ পেয়েও বঞ্চিত!

এই চিকিৎসক বলেন, এমবিবিএস পরীক্ষায় মূল কোটা থাকবে কি থাকবে না এই নীতিগত সিদ্ধান্তটি স্বাস্থ্য মন্ত্রণালয়ের নয়, এটি রাষ্ট্রের। আগামী ২৭, ২৮ ও ২৯ জানুয়ারি এটি যাচাই করা হবে।

RR
কোটার বিরুদ্ধে ফের আন্দোলনে শিক্ষার্থীরা। ছবি: ঢাকা মেইল

অধ্যাপক ডা. সায়েদুর রহমান বলেন, আপনারা জানেন যে কোটা বাতিলের আন্দোলনের পরিপ্রেক্ষিতে আদালত থেকে যে রায় দেওয়া হয়েছিল, সেখানে মূল পরিবর্তন হলো নাতি-নাতনির পরিবর্তে, পরবর্তী প্রজন্মের বদলে সন্তান বলা হয়েছে। অতএব কোটার বিষয়টিতে ভর্তি হওয়ার ক্ষেত্রে এটা একটা নীতিগত সিদ্ধান্ত। এমবিবিএস ভর্তি পরীক্ষাও প্রচলিত আইন ও বিধি অনুযায়ী হয়েছে। তারপরও এটা স্ক্রুটিনি করা হবে।

আরও পড়ুন

৪১ পেয়ে মেডিকেলে চান্স, ফের জোরালো হচ্ছে কোটাবিরোধী সুর

২০২৪-২৫ শিক্ষাবর্ষে এমবিবিএস ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে গতকাল রোববার (১৯ জানুয়ারি)। সাধারণত ফল পরবর্তী সময়ে ভর্তির সুযোগ পাওয়াদের মেধা ও তাদের সাফল্য আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকে। তবে এবার আলোচনায় কোটায় ভর্তি হওয়া শিক্ষার্থীরা। বিশেষ করে কোটাবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে হাজার হাজার ছাত্র-জনতার মৃত্যু ও পঙ্গুত্ব বরণের ছয় মাস না পেরোতেই কোটার এই জয়জয়কার নিয়ে প্রশ্ন উঠেছে নানা মহলে। ফল পুনর্বিবেচনার দাবি জানিয়েছে কোটাবিরোধী আন্দোলনের নেতৃত্ব দেওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। ফলাফল পুনঃপ্রকাশের দাবি জানিয়েছেন মেডিকেল শিক্ষার্থীসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও।

বিইউ/জেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর