শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ঢাকা

কারওয়ান বাজার রেল ক্রসিংয়ে শিক্ষার্থীদের অবস্থান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০ জুলাই ২০২৪, ১২:৫৪ পিএম

শেয়ার করুন:

কারওয়ান বাজার রেল ক্রসিংয়ে শিক্ষার্থীদের অবস্থান

কোটাবিরোধী আন্দোলনের দিনব্যাপী ‘বাংলা ব্লকেড’ কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর কারওয়ান বাজার মোড় ও রেললাইনে অবস্থান নিয়েছে শিক্ষার্থীরা। এতে কারওয়ান বাজার এলাকায় যান চলাচল বন্ধ হয়ে গেছে। একইসঙ্গে তারা রেলপথ অবরোধেরও ঘোষণা দিয়েছে।

বুধবার (১০ জুলাই) দুপুর ১২টার পর শিক্ষার্থীরা এ অবস্থান নেয়।


বিজ্ঞাপন


450557240_1713206936173925_3819092101832756942_n

বেলা ১২টা পর্যন্ত অনেকটাই স্বাভাবিক ছিল কারওয়ান বাজার ও এর আশেপাশের এলাকার যান চলাচল। তবে ১২টার পর শাহবাগ থেকে আসা একটি মিছিল বাংলামোটর ও পরে কারওয়ান বাজার মোড়ে অবস্থান নেয়। এ সময় তারা সড়কে ব্যারিকেড তৈরি করে।

আরও পড়ুন

কোটা আন্দোলন: অবস্থা অনুযায়ী ব্যবস্থা নেবে পুলিশ

এ সময় মিছিলের একটি অংশ ফার্মগেট মোড় এবং অপর একটি অংশ কারওয়ান বাজার রেল ক্রসিং এর উদ্দেশ্যে রওনা হয়। তারা রেললাইনের উপর গাছ ফেলে অবরোধ করে এবং রেললাইনে অবস্থান নেয়। 


বিজ্ঞাপন


449478766_1210847936940201_18085325606904244_n

শিক্ষার্থীরা বলছেন, তাদের দাবি সকল ক্ষেত্রে কোটা সংস্কার। ফলে কোর্টের আদেশ স্টে হলেও তাদের কর্মসূচি চলমান থাকবে। ‘বাংলা ব্লকেড’ কর্মসূচি শুধুমাত্র সড়ক নয়, সড়ক, রেল ও নদীপথ সব অবরোধ করা। এর অংশ হিসেবেই কারওয়ান বাজার রেল ক্রসিং অবরোধ করা হয়েছে।

এদিকে, রেললাইনে শিক্ষার্থীদের কোনো প্রকার বাধা প্রদান না করলেও পুলিশ সদস্যদের সতর্ক অবস্থায় অবস্থান করতে দেখা গেছে।

এমএইচ/এমএইচএম

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর