সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ঢাকা

ঢাবির আন্তঃহল কারাতে প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন রোকেয়া হল-একুশে হল

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, ঢাবি
প্রকাশিত: ৩১ জানুয়ারি ২০২৪, ০৭:৩১ পিএম

শেয়ার করুন:

ঢাবির আন্তঃহল কারাতে প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন রোকেয়া হল-একুশে হল

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তঃহল কারাতে প্রতিযোগিতায় ছেলেদের গ্রুপে চ্যাম্পিয়ন হয়েছে অমর একুশে হল এবং রানার্স-আপ হয়েছে হাজী মুহম্মদ মুহসীন হল। এছাড়াও মেয়েদের গ্রুপে রোকেয়া হল চ্যাম্পিয়ন এবং কবি সুফিয়া কামাল হল রানার্স-আপ হয়েছে।

বুধবার (৩১ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের জিমনেসিয়ামে এই প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল। 


বিজ্ঞাপন


এর আগে সকালে কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ প্রধান অতিথি হিসেবে এই প্রতিযোগিতার উদ্বোধন করেন।

আরও পড়ুন

ঢাবির জিয়া হলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

ঢাকা বিশ্ববিদ্যালয় জুডো ও কারাতে কমিটির সভাপতি অধ্যাপক ড. চন্দ্রনাথ পোদ্দারের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে শারীরিক শিক্ষা কেন্দ্রের উপদেষ্টা অধ্যাপক ড. অসীম সরকার, পরিচালক মো. শাহজাহান আলী, বিভিন্ন হলের প্রাধ্যক্ষ, আবাসিক শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

ঢাবি উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল বিজয়ীদের অভিনন্দন জানিয়ে বলেন, শারীরিক সুস্থতার পাশাপাশি আত্মরক্ষার কৌশল রপ্ত হয় কারাতের মাধ্যমে। এ ধরনের প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যেমে প্রতিযোগীদের মধ্যে সহনশীলতা, মনযোগ, আত্মনিয়ন্ত্রণ, খেলোয়াড়সুলভ মনোভাব ও নেতৃত্ব গড়ে ওঠে। 


বিজ্ঞাপন


এ সময় কঠোর পরিশ্রমের মাধ্যমে সৎ নিষ্ঠাবান ও সুনাগরিক হিসেবে গড়ে উঠে সমাজের কল্যাণে কাজ করার জন্য তিনি শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।

এমএইচএম

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর