সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ঢাকা

ঢাবির জিয়া হলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, ঢাবি
প্রকাশিত: ২৯ জানুয়ারি ২০২৪, ০৭:০৪ পিএম

শেয়ার করুন:

ঢাবির জিয়া হলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

ঢাকা বিশ্ববিদ্যালয় মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এতে চ্যাম্পিয়ন হয়েছেন অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের স্নাতক (সম্মান) তৃতীয় বর্ষের শিক্ষার্থী হোসেন এয়াছিন আরাফাত এবং রানার্স-আপ হয়েছেন শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের শিক্ষার্থী মো. আসিফ মেহমুদ আবাবিল।

সোমবার (২৯ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল এই প্রতিযোগিতার উদ্বোধন করেন।


বিজ্ঞাপন


এসময় প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. সীতেশ চন্দ্র বাছার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। খেলা শেষে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ বিল্লাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে ঢাবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. নিজামুল হক ভূইয়া, শারীরিক শিক্ষা কেন্দ্রের উপদেষ্টা অধ্যাপক ড. অসীম সরকার, কেন্দ্রের ভারপ্রাপ্ত পরিচালক মো. শাহজাহান আলী, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের ক্রীড়া কমিটির অহ্বায়ক এ. বি. এম, নাজমুস সাকিবসহ বিভিন্ন হলের প্রাধ্যক্ষ এবং জিয়া হলের আবাসিক শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

DU2

উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল বলেন, শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য বহুলাংশে নির্ভর করে শারীরিক সুস্থতার ওপর। মেধা-মননের পূর্ণাঙ্গ বিকাশে এবং শারীরিক সুস্থতা বজায় রাখতে শিক্ষা ও গবেষণা কার্যক্রমের পাশাপাশি শিক্ষার্থীদের নিয়মিত ক্রীড়া ও শরীর চর্চার ওপর তিনি গুরুত্বারোপ করেন। পড়াশোনায় ভালো ফলাফল করার সাথে সাথে সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণের মাধ্যমে শিক্ষার্থীরা নেতৃত্বের গুণাবলি অর্জন করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। দক্ষ ও সুনাগরিক হিসেবে গড়ে উঠে দেশ ও মানুষের সেবায় কাজ করার জন্য উপাচার্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।


বিজ্ঞাপন


কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ বিজয়ী শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, নিয়মিত খেলাধুলায় অংশগ্রহণ শিক্ষার্থীদের শারীরিক সুস্থতার পাশাপাশি মনকে প্রফুল্ল রাখে। পরিপূর্ণ মানুষ ও দক্ষ মানবসম্পদ হিসেবে নিজেদের গড়ে তুলতে পড়াশোনার পাশাপাশি নিয়মিত ক্রীড়া ও সাংস্কৃতিক কার্যক্রমে অংশগ্রহণের জন্য তিনি শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।

প্রসঙ্গত, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় মোট ২০টি ইভেন্টে শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও স্বেচ্ছাসেবকরাও অংশ নেয়।

প্রতিনিধি/জেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর