গত নভেম্বরে প্রকাশিত মাদরাসা শিক্ষা বোর্ডের ফলাফল চ্যালেঞ্জ (পুনর্নিরীক্ষণ) করেছিলেন আলিম পরীক্ষায় কাঙ্খিত ফলাফল না পাওয়া শিক্ষার্থীরা। নির্ধারিত দিনে পুনর্নিরীক্ষণ ফলাফলে ২৪ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন। আর প্রথম ফলাফলে ফেল করলেও পুনঃনিরীক্ষণে পাস করেছেন ৩১ জন শিক্ষার্থী। এছাড়াও জিপিএ বেড়েছে ৬৮ জনের।
মঙ্গলবার (২৬ ডিসেম্বর) মাদরাসা শিক্ষা বোর্ডের আলিম পরীক্ষার উত্তরপত্র চ্যালেঞ্জের (পুনর্নিরীক্ষণ) ফল প্রকাশ করা হয়েছে। দুপুরের পর ওয়েবসাইটে এ ফলাফল দেওয়া হয়।
বিজ্ঞাপন
দুই পদ্ধতিতে এইচএসসি ও সমমান পরীক্ষার পুনর্নিরীক্ষণের ফল জানা যাবে। একটি হলো এসএমএসের মাধ্যমে। এছাড়া নিজ নিজ শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে ঢুকে পরীক্ষার্থীরা ফল দেখতে পারবেন।
জানা গেছে, প্রথম ফল প্রকাশের সময় যেভাবে এসএমএস পাঠিয়ে ফিরতি এসএমএসে ফল জানা যায়, পুনর্নিরীক্ষণের ক্ষেত্রে তা নয়। এক্ষেত্রে প্রার্থী ফল পুনর্নিরীক্ষণের আবেদন করার সময় যে মোবাইল নম্বর দিয়েছিলেন, সেই নম্বরে বোর্ড থেকে এসএমএস পাঠিয়ে ফল জানিয়ে দেবে। তাই ফলাফলের জন্য নতুন করে এসএমএস পাঠানোর প্রয়োজন নেই।
অবশ্য শিক্ষার্থীরা অনলাইনে নিজ শিক্ষা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে ঢুকে ফল জানতে পারবেন বলে জানিয়েছে শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ।
বিজ্ঞাপন
গত ২৬ নভেম্বর চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এবার দেশের ১১ শিক্ষা বোর্ডে এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেন ১৩ লাখ ৫৯ হাজার ৩৪২ জন শিক্ষার্থী। তাদের মধ্যে পাস করেন ১০ লাখ ৬৭ হাজার ৮৫২ জন পরীক্ষার্থী। পাসের হার ছিল ৭৮ দশমিক ৬৪ শতাংশ। তখন জিপিএ-৫ পান ৯২ হাজার ৫৯৫ জন।
বিইউ/এমএইচএম