ঢাকা কলেজের ইংরেজি বিভাগের শিক্ষার্থী ও ডেইলি বাংলাদেশের ক্যাম্পাস প্রতিনিধি ফয়সাল আহমেদের ওপর ছাত্রলীগ কর্মীদের হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (জবিসাস)। সেই সঙ্গে ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে সংগঠনটি।
বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) জবিসাসের আহ্বায়ক আবু সাঈদ চৌধুরী ও সদস্য সচিব অপূর্ব চৌধুরী এক যৌথ বিবৃতিতে এই দাবি জানান।
বিজ্ঞাপন
বিবৃতিতে উদ্বেগ প্রকাশ করে জবিসাসের নেতৃবৃন্দ বলেন, ফয়সাল আহমেদের ওপর এভাবে হামলা দেশের সাংবাদিকতার অনিরাপদ পরিবেশের প্রতিচ্ছবি। ক্যাম্পাসে সাংবাদিকরা কারও শত্রু বা প্রতিপক্ষ নয়। এমন হামলা স্বাধীন সাংবাদিকতার জন্য অশনিসংকেত।
নেতৃবৃন্দ আরও বলেন, বিচারহীনতার সংস্কৃতি সাংবাদিকদের ওপর হামলাকে প্ররোচিত করছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তাও এর জন্য দায়ী। এ ঘটনায় সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রশাসনকে জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। ক্যাম্পাসে সাংবাদিকতার স্বাধীন পরিবেশ তৈরি করতে হবে প্রশাসনকে।
বিজ্ঞাপন
উল্লেখ্য, গতকাল বুধবার (২৭ সেপ্টেম্বর) ঢাকা কলেজ ছাত্রলীগের ৩০ সেপ্টেম্বরের কর্মীসভা বাস্তবায়নে গেস্ট রুমে মিটিং ডাকেন শহীদ ফরহাদ ছাত্রাবাসের ছাত্রলীগ কর্মীরা। ওই সময় ঢাকা কলেজের ইংরেজি বিভাগের অনার্স দ্বিতীয় বর্ষের আবাসিক ছাত্র (ডেইলি বাংলাদেশ ঢাকা কলেজ প্রতিনিধি) ফয়সাল আহমেদ রিডিং রুমে থাকায় এবং গেস্ট রুমে যেতে দেরি হওয়ায় ছাত্রলীগের কর্মীরা তার উপর চড়াও হয়।
গেস্ট রুমে আসতে দেরি হওয়ায় আসামাত্রই তাকে চর-থাপ্পড় মারে ছাত্রলীগ কর্মী আল-আমিন এবং লাঠি দিয়ে আঘাত করে সজিব, সাগর এবং ইকরাম। এতে ফয়সালের ঠোঁট ফেটে যায়। কানেও ব্যথা পান। একই সময় সাংবাদিকতা করার কারণে ফয়সালকে অশ্লীল ভাষায় গালিগালাজও করা হয়। নির্যাতনকারীরা সকলেই অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থী ও কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি গ্রুপের অনুসারী বলে অভিযোগ।
প্রতিনিধি/আইএইচ

