শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ঢাবির সোসিওলজিক্যাল ডিবেটিং সোসাইটির নেতৃত্বে ফারজান-মোশাররফ

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, ঢাবি
প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২৩, ০৭:৪০ পিএম

শেয়ার করুন:

Committee Anouncement
নবগঠিত কমিটির সভাপতি-সাধারণ সম্পাদক। ছবি: ঢাকা মেইল

আগামী দুই বছরের (২০২৩-২৫) জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সোসিওলজিক্যাল ডিবেটিং ক্লাবের কার্যনির্বাহী পরিষদের ৫২ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন বিভাগের ১৩তম ব্যাচের শিক্ষার্থী ফারজানা আক্তার। এছাড়া সাধারণ সম্পাদক হয়েছেন ১৪তম ব্যাচের শিক্ষার্থী মোশাররফ হোসেন।

বুধবার (২৭ সেপ্টেম্বর) সোসিওলজিক্যাল ডিবেটিং সোসাইটির চীফ মডারেটর ও ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. জিন্নাত হুদা এবং সোসিওলজিক্যাল ডিবেটিং সোসাইটির মডারেটর ও সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. আ খ ম জামাল উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কমিটির অনুমোদন দেওয়া হয়।


বিজ্ঞাপন


নবগঠিত কমিটিতে সহ-সভাপতি হিসেবে আছেন বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী আফসান আক্তার এবং ১৩তম ব্যাচের শিক্ষার্থী তাসনুবা তারান্নুম তিনা, লিংকন কুমার দাস, মাহমুদুল হাসান মাসুম, মো. রাইসুল ইসলাম, তাহনা বেগম ও আবুজার গিফারি ইফাত।

Committee-Anouncement1
ঢাবির সোসিওলজিক্যাল ডিবেটিং ক্লাবের কার্যনির্বাহী পরিষদের ৫২ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার একটি মুহূর্ত। ছবি: ঢাকা মেইল 

এদিকে, কমিটিতে যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে আছেন বিভাগের ১৪তম ব্যাচের শিক্ষার্থী রাইসা আশরাফ, সালেজ আল মুর্শিদ সাদিদ, মাহিয়াতুজ্জাহান মিম, জয়নাল আবেদিন ও তাহমিনা আক্তার।

এছাড়া সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন বিভাগের ১৫তম ব্যাচের শিক্ষার্থী মো. মহিউদ্দিন, অর্ণব আজাদ, শ্বাশ্বতী সানাল শ্রেয়া, সুমাইয়া হানিফ জুঁই, ইব্রাহিম রাজু, মনিকা আফরিন, আবু কালাম, মানসুর রাহমান ও তাসরিন জেরিন মীম।


বিজ্ঞাপন


নবগঠিত এই কমিটির অন্যরা হলেন- দফতর সম্পাদক হাসিব আল ইসলাম, অর্থ সম্পাদক মো. আলহাজ উদ্দিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক আফরিন জাহান, তথ্য ও প্রযুক্তি সম্পাদক হাবিবুল্লাহ কায়সার, শিক্ষা ও পাঠচক্র সম্পাদক ফজলে রাব্বি প্রমুখ।

এ বিষয়ে নবনির্বাচিত সোসিওলজিক্যাল ডিবেটিং সোসাইটির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন ঢাকা মেইলকে বলেন, ‘যুক্তির সাথে প্রজ্ঞার পথে’ এই স্লোগানকে সামনে রেখে সোসিওলজিক্যাল ডিবেটিং সোসাইটি দীর্ঘদিন যাবত কার্যক্রম চালিয়ে যাচ্ছে। সেই ধারাবাহিতা বজায় রাখতে এবং আরও শাণিতভাবে একটি যুক্তবোধ সম্পন্ন তরুণ প্রজন্ম গড়ে তুলতে আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে। আমরা একটি চমৎকার টিম পেয়েছি, যে টিমের সকলেই অন্তত চমৎকার বিতার্কিক ও আন্তরিক মনোভাবাপন্ন।

প্রতিনিধি/আইএইচ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর