ঢাকা কলেজের সাংবাদিক ফয়সাল আহমেদকে শাখা ছাত্রলীগ নেতাকর্মীদের মারধরের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল। সেই সঙ্গে অবিলম্বে আহত সাংবাদিকের সুচিকিৎসা এবং সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছাত্রলীগ কর্মীদের দৃষ্টান্তমূলক শান্তির দাবি জানিয়েছে তারা।
বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ঢাকা কলেজ শাখা ছাত্রদল সভাপতি শাহীনুর রহমান শাহীন ও সাধারণ সম্পাদক মৃধা জুলহাস এই দাবি জানান।
বিজ্ঞাপন
বিবৃতিতে বলা হয়, ‘বাংলাদেশের গণমাধ্যম, সাধারণ শিক্ষার্থী, দেশের আপামর জনগণ আজ অবৈধ আওয়ামী ফ্যাসিস্ট সরকারের কাছে জিম্মি হয়ে রয়েছে। আওয়ামী ফ্যাসিস্ট সরকার পালিত সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের অভয়ারণ্য হিসেবে আজ বাংলাদেশের প্রতিটি শিক্ষাঙ্গন। এই শিক্ষাঙ্গনে এখন আর মুক্তভাবে চলাচল করা যায় না, মুক্তভাবে মত প্রকাশ করা যায় না। শিক্ষাঙ্গন হয়ে গিয়েছে আওয়ামী লীগ-ছাত্রলীগের মিটিং রুম। যখন ইচ্ছা ব্যবহার করবে, আর যখন ইচ্ছা যেকোনো শিক্ষার্থীকে প্রহার করবে।’
আরও পড়ুন
এতে আরও বলা হয়, ‘ঐতিহ্যবাহী ঢাকা কলেজ সকল ছাত্রদের, গণমাধ্যম কর্মীদের নিরাপদ আশ্রয়স্থল। আজ সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ দ্বারা তা কলঙ্কিত হয়েছে। কিন্তু সাধারণ শিক্ষার্থীসহ ঢাকা কলেজ ছাত্রদল তা হতে দেবে না। সাধারণ শিক্ষার্থীদের দাবি আদায়ে, তাদের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে পূর্বের ন্যায় এবারও সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে শক্ত অবস্থানে থাকবে ঢাকা কলেজ ছাত্রদল এবং এই সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগকে অচিরেই ক্যাম্পাস থেকে বিতাড়িত করা হবে, ইনশাআল্লাহ।’
বিজ্ঞাপন
উল্লেখ্য, গতকাল বুধবার (২৭ সেপ্টেম্বর) ঢাকা কলেজ ছাত্রলীগের কর্মীসভা বাস্তবায়নে গেস্ট রুমে মিটিং ডাকেন শহীদ ফরহাদ ছাত্রাবাসের ছাত্রলীগ কর্মীরা। ওই সময় ঢাকা কলেজের ইংরেজি বিভাগের অনার্স দ্বিতীয় বর্ষের আবাসিক ছাত্র (ডেইলি বাংলাদেশ ও প্রতিদিনের ক্যাম্পাসের ঢাকা কলেজ প্রতিনিধি) ফয়সাল আহমেদ রিডিং রুমে থাকায় এবং গেস্ট রুমে যেতে দেরি হওয়ায় ছাত্রলীগের কর্মীরা তার উপর চড়াও হয়।
পরে ছাত্রলীগ কর্মী আল-আমিন, সাগর, সজীব, ইকরামসহ অন্যরা তাকে বেধড়ক মারধর করলে ফয়সালের ঠোঁট ফেটে যায় এবং সে কানেও আঘাতপ্রাপ্ত হয়। সেই সঙ্গে হলে থেকে কোনোরূপ সাংবাদিকতা করা যাবে না বলেও হুমকি দেওয়া হয় ফয়সাল আহমেদকে। এছাড়াও ওইদিন ফয়সাল আহমেদ ছাড়াও যেসব শিক্ষার্থী মিটিংয়ে আসতে অপারগ ছিলেন তাদেরও মারধরের অভিযোগ উঠেছে ঢাকা কলেজ ছাত্রলীগের বিরুদ্ধে।
ডিএইচডি/আইএইচ

