শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

সাংবাদিক পেটাল ঢাকা কলেজ ছাত্রলীগ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২৩, ০১:০৫ পিএম

শেয়ার করুন:

সাংবাদিক পেটাল ঢাকা কলেজ ছাত্রলীগ
নির্যাতনকারী ছাত্রলীগ নেতারা| ছবি: সংগৃহীত

গেস্টরুমে নিয়ে সাংবাদিককে মারধরের অভিযোগ উঠেছে ঢাকা কলেজ শাখা ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। বুধবার (২৭ সেপ্টেম্বর) মধ্য রাতে এই ঘটনা ঘটে। ভুক্তভোগী ওই সাংবাদিকের নাম ফয়সাল আহমেদ। তিনি ইংরেজি বিভাগের ছাত্র। ঢাকা কলেজ সাংবাদিক সমিতির সদস্য ও ডেইলি বাংলাদেশ এবং প্রতিদিনের ক্যাম্পাসের প্রতিনিধি হিসেবে কাজ করেন তিনি।

ফয়সাল আহমেদ জানান, রাতে রিডিং রুমে পড়াশোনা করছিলাম। একই সময়ে ৩০ সেপ্টেম্বরের ছাত্রলীগের কর্মীসভা বাস্তবায়ন করতে গেস্টরুমে আলোচনা শুরু করেন শহিদ ফরহাদ হোসেন ছাত্রাবাসের নেতাকর্মীরা। উপস্থিত হতে দেরি হওয়ায় রাত সোয়া ১২টার দিকে আমাকে ধরে নিয়ে যায় কয়েকজন। সেখানে ঘণ্টাব্যাপী চলে নির্যাতন।


বিজ্ঞাপন


নির্যাতনের বর্ণনা দিতে গিয়ে তিনি বলেন, চড়-থাপ্পড়সহ শরীরে আঘাত করতে থাকে হলের ছাত্রলীগ নেতা আল আমিন, লাঠি দিয়ে পেটাতে থাকে সজিব আহমেদ এবং বালিশ দিয়ে চেপে ধরে মারতে থাকে ইকরাম। এতে ঠেঁট ফেটে যায়। কানেও প্রচন্ড ব্যথা পাই।

আরও পড়ুন: ঢাবি অধ্যাপককে সহযোগী অধ্যাপকে পদাবনতি

ক্যাম্পাসে সাংবাদিকতা চলবে না জানিয়ে ছাত্রলীগ নেতারা বলতে থাকেন, হলে থাকলে কিসের সাংবাদিকতা, সাংবাদিকতা করতে হলের বাইরে গিয়ে কর, সাংবাদিক বলে ছাত্রলীগের প্রোগ্রাম করবা না তা চলবে না। মারধরকারীরা অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থী ও কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি গ্রুপের বলে জানা গেছে। নির্যাতনের পর প্রায় দুই ঘণ্টার বেশি সময় আটক রাখা হয় তাকে।

হলে থাকা শিক্ষার্থীদের দাবি, ঢাকা কলেজের সবগুলো হলের নিয়ন্ত্রণ ছাত্রলীগের অধীনে। প্রশাসন সেখানে নাম মাত্র। ফরহাদ ছাত্রাবাসের ১০২ নম্বর রুম যেন আবাসিক ছাত্রদের আতঙ্কের নাম। এর আগেও ছাত্রলীগের অত্যাচারে হলের কিছুদিন আগে প্রথম বর্ষের সব শিক্ষার্থী একযোগে হল ছেড়েছিল।


বিজ্ঞাপন


ফরহাদ হোসেন হলের সিনিয়র ছাত্রলীগ নেতা খায়রুল হাসু বলেন, বিষয়টি অপ্রত্যাশিত। যারা এর সঙ্গে জড়িত ছিল তাদের বিষয়ে খোঁজখবর নিচ্ছি। ব্যবস্থা নেওয়া হবে।

উত্তর ছাত্রাবাসের ছাত্রলীগ নেতা জসিম উদ্দিন পুরো বিষয়টির জন্য লজ্জিত হয়ে ক্ষমা চেয়েছেন। জড়িতদের চিহ্নিত করবেন বলে জানিয়েছেন তিনি।

হল প্রভোস্ট নাসির উদ্দিনকে বারবার কল করলে তিনি ফোন ধরেননি। ঢাকা কলেজ অধ্যক্ষ আবু ইউসুফকে কল দিলে তিনিও কেটে দেন।

ডিএইচডি/এইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর