বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

৭ কলেজের ব্যাপারে সিদ্ধান্ত মঙ্গলবার

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৭ আগস্ট ২০২৩, ০৩:৩০ পিএম

শেয়ার করুন:

৭ কলেজের ব্যাপারে সিদ্ধান্ত মঙ্গলবার
ছবি: ঢাকা মেইল

নির্ধারিত সিজিপিএর শর্ত শিথিল করে অকৃতকার্য বিষয়ে মানোন্নয়ন পরীক্ষার মাধ্যমে পরবর্তী বর্ষে যাওয়ার (প্রমোশন) সুযোগের দাবিতে কিছুদিন ধরেই নানা কর্মসূচি পালন করছেন ঢাকার সাত কলেজের শিক্ষার্থীরা। তবে এ বিষয়ে আগামী মঙ্গলবার (২৯ আগস্ট) সিদ্ধান্ত আসতে পারে।

রোববার (২৭ আগস্ট) দুপুর তিনটায় রাজধানীর নীলক্ষেত এলাকায় ৭ কলেজের আন্দোলনরত শিক্ষার্থীদের কথা বলতে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন সাত কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক ও ইডেন মহিলা কলেজের অধ্যাপক সুরাইয়া আকতার সুফিয়া।


বিজ্ঞাপন


তিনি বলেন, আগে আমরা শিক্ষার্থীদের ছয়টি দাবি মেনে নিয়েছি। তারা আগেও কথা শুনেনি এখনো কথা শুনছে না। আগামী মঙ্গলবার লিখিত আকারে রেজুলেশন দেওয়া হবে। সেখানে পজেটিভ কিছু আসতে পারে। 

অধ্যাপক সুরাইয়া আরও বলেন, আমরা তাদের সাথে কথা বলার চেষ্টা করলাম কিন্তু তারা তো কোনো কথা শুনলো না। এখন তারা যে দাবির কথা বলছে সেখানে সিদ্ধান্ত হবে। তারা যে চার ঘণ্টা ধরে সড়ক অবরোধ করে রেখেছে এটা দুঃখজনক। এতে জনগণের ভোগান্তি হচ্ছে।

>> আরও পড়ুন:
নীলক্ষেত মোড়ে সাত কলেজের শিক্ষার্থীদের সড়ক অবরোধ
সাত কলেজের ৭ শিক্ষার্থী অসুস্থ, ঢামেকে ভর্তি ২

এর আগে তিনি ইডেন কলেজের অধ্যক্ষের পক্ষ থেকে আন্দোলনকারী শিক্ষার্থীদের সাথে কথা বলার জন্য আসেন তিনি। এসময় তিনি তাদের সাথে কথা বলার চেষ্টা করেন কিন্তু তারা কোনো কথা বলেনি। পরে বিরক্ত হয়ে তিনি পাশে থাকা ট্রাফিক বক্সে চলে যান।


বিজ্ঞাপন


৭ কলেজের শিক্ষার্থীরা এখন নীলক্ষেত মোড়ে আন্দোলন করছেন। তিতুমীর, বাংলা কলেজ, ইডেন কলেজ ও ঢাকা কলেজের শিক্ষার্থীরা জড়ো হয়ে স্লোগান দিচ্ছে। দুপুর সাড়ে ১২টা থেকে এ আন্দোলন চলছে।

এমআইকে/এএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর