মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

নীলক্ষেত মোড়ে সাত কলেজের শিক্ষার্থীদের সড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৭ আগস্ট ২০২৩, ০১:৫০ পিএম

শেয়ার করুন:

নীলক্ষেত মোড়ে সাত কলেজের শিক্ষার্থীদের সড়ক অবরোধ
নীলক্ষেত মোড়ে সাত কলেজের শিক্ষার্থীদের অবরোধ

রাজধানীর নীলক্ষেত মোড় অবরোধ করে বিক্ষোভ করছেন ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীরা। 

রোববার (২৭ আগস্ট) দুপুর ১২টার দিকে তারা নীলক্ষেত মোড়ে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। শিক্ষার্থীদের অবস্থানের কারণে আজিমপুর থেকে সায়েন্স ল্যাব এবং সায়েন্স ল্যাব থেকে আজিমপুর অভিমুখী সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে।


বিজ্ঞাপন


নির্ধারিত সিজিপিএর শর্ত শিথিল করে অকৃতকার্য বিষয়ে মানোন্নয়ন পরীক্ষার মাধ্যমে পরবর্তী বর্ষে যাওয়ার (প্রমোশন) সুযোগের দাবিতে কিছুদিন ধরেই নানা কর্মসূচি পালন করছেন সাত কলেজের শিক্ষার্থীরা। এর আগে ২২ আগস্ট তারা নীলক্ষেত মোড় অবরোধ করেছিলেন। 

7_college_new
সাত কলেজের শিক্ষার্থীদের অবরোধ

আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, অধিভুক্ত হওয়ার আগে বিভিন্ন বর্ষের চূড়ান্ত পরীক্ষায় সিজিপিএ–৪–এর মধ্যে আড়াইয়ের নিচে পেলেও পরবর্তী বর্ষে উন্নীত হওয়ার সুযোগ ছিল, তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হওয়ার পরবর্তী বর্ষে উন্নীত হতে ন্যূনতম সিজিপিএ–২.৫০ নির্ধারণ করা হয়। অবশ্য এই ন্যূনতম সিজিপিএর শর্ত বর্ষ ভেদে ভিন্ন।

আরও পড়ুন

নিজেকে ‘নির্দোষ’ দাবি করে পদত্যাগ করলেন আইডিয়ালের সেই মুশতাক

 

শিক্ষার্থীরা বলছেন, তাদের ফলাফল অনেক দেরিতে দেওয়ায় অনুত্তীর্ণ হলে মানোন্নয়ন পরীক্ষা দেওয়ার সুযোগ থাকে না। এতে এক বছর পিছিয়ে যেতে হয়।

উল্লেখ্য, ২০১৭ সালের ফেব্রুয়ারিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা ঢাকার বড় সাতটি সরকারি কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করা হয়। কলেজগুলো হলো ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, মিরপুর সরকারি বাঙলা কলেজ ও সরকারি তিতুমীর কলেজ।

এমএইচএম

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর