ঢাকার টোকিও হিসেবে পরিচিত রাজধানীর মোহাম্মদপুরের টোকিও স্কয়ার মার্কেট। দেশের বড় বড় মার্কেটের মধ্যে অন্যতম এই মার্কেটে যেন ঈদের আলতো আমেজ লেগেছে। শুক্রবার (৩১ মার্চ) ইফতারির পর হাজারো মানুষের ভিড় দেখা গেছে মার্কেটটিতে।
বিক্রেতাদের ভাষ্য, এসব মানুষের বেশভাগই দর্শনার্থী। ক্রেতার সংখ্যা কম। তবে রোজা শুরুর পর আজই সবচেয়ে বেশি দর্শনার্থীর দেখা পেল টোকিও স্কয়ার।
বিজ্ঞাপন
মার্কেট ঘুরে দেখা যায়, প্রসাধনী, নারী ও শিশুদের পোশাকের দোকানে ভিড় সবচেয়ে বেশি। সে তুলনায় পুরুষের পোশাক বিক্রির দোকানে ভিড় অনেকটা কম। আবার মার্কেটের প্রথমতলায় থাকা প্রসাধনী বিক্রির দোকানে নারীদের ভিড় চোখে পড়ার মতো। শাড়ি-থ্রিপিছের দোকানেও নারীরা ভিড় করেছেন।
টোকিও স্কয়ারে আশা ক্রেতা ইশিতা ইসলাম ঢাকা মেইলকে বলেন, মার্কেটে এসেছি আগেও। এর আগেও দেখে গেছি। আজ একটা ড্রেস নিলাম। আবারও আসতে হবে।
ইশিতাদের মতো ক্রেতাদের অপেক্ষায় আছেন বিক্রয়কর্মী ও দোকানিরা। মার্কেটটিতে বিক্রয়কর্মী হিসেবে কাজ করা মো. নাঈম নামে একজন বিক্রয়কর্মী ঢাকা মেইলকে জানান, শুক্রবার সকাল থেকে মার্কেটটিকে ক্রেতা আনাগোনা বেশি। বিকেলে ও ইফতারের পর ক্রেতা বেড়েছে। ১০ রোজার পর ক্রেতা সমাগম আরও বাড়বে বলে প্রত্যাশা তার।
বিজ্ঞাপন
নাঈমের ভাষ্যমতে— মার্কেটে পুরুষের তুলনায় নারী ক্রেতাদের আনাগোনাই বেশি।
কারই/এইউ