শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫, ঢাকা

গ্রিন কারখানার সনদ যেভাবে দেওয়া হয়

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮ মার্চ ২০২২, ০৮:১৫ এএম

শেয়ার করুন:

loading/img
ফাইল ছবি

কলকারখানা স্থাপনে বর্তমান বিশ্বের সবচেয়ে আধুনিক ধারণাটি হচ্ছে ‘গ্রিন কারখানা’। পরিষ্কার বাংলায় এটাকে ‘পরিবেশবান্ধব সবুজ কারখানা’ বলা যেতে পারে। বাংলাদেশে দ্রুত বাড়ছে গ্রিন গার্মেন্টস বা পরিবেশবান্ধব গার্মেন্টস কারখানার সংখ্যা।

বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতির (বিজিএমইএ) এক হিসাবে দেখা গেছে, দেশে এখন দেড়শর বেশি গ্রিন গার্মেন্ট রয়েছে। এ ধরনের কারখানার সনদ দেয় যুক্তরাষ্ট্রের গ্রিন বিল্ডিং কাউন্সিল (ইউএসজিবিসি)৷ পয়েন্টের ভিত্তিতে মোট চারটি ক্যাটাগরিতে সনদ দেয় ইউএসজিবিসি। এগুলো হলো, ক) সার্টিফাইড: ৪০ থেকে ৪৯, খ) সিলভার: ৫০ থেকে ৫৯, গ) গোল্ড: ৬০ থেকে ৬৯ ঘ) প্লাটিনাম: ৮০ পয়েন্টের বেশি।


বিজ্ঞাপন


একটি কারখানা সব শর্ত পূরণ করলে সর্বোচ্চ ১১০ পয়েন্ট পর্যন্ত পেতে পারে। পয়েন্ট দেওয়া হয় সাতটি ক্যাটাগরিতে। এগুলো হচ্ছে, ১) জমির ভৌগোলিক অবস্থান: ২৬ পয়েন্ট, ২) পানি সাশ্রয়: ১০ পয়েন্ট ৩) প্রাকৃতিক শক্তির ব্যবহার: ৩৫ পয়েন্ট ৪) পরিবেশবান্ধব নির্মাণসামগ্রী: ১৪ পয়েন্ট ৫) অভ্যন্তরীণ পরিবেশের অবস্থা: ১৫ পয়েন্ট ৬) অতি সাম্প্রতিক যন্ত্রের ব্যবহার: ৬ পয়েন্ট ৭) এলাকাভিত্তিক প্রাধান্যতা: ৪ পয়েন্ট।  

এসএ/জেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর