শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

বিয়ানীবাজারের কূপে প্রথম পরীক্ষণে মিলল ১০ মিলিয়ন ঘনফুট গ্যাস

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০ নভেম্বর ২০২২, ০৭:১৪ পিএম

শেয়ার করুন:

বিয়ানীবাজারের কূপে প্রথম পরীক্ষণে মিলল ১০ মিলিয়ন ঘনফুট গ্যাস

সিলেটের বিয়ানীবাজারের ১ নম্বর কূপ থেকে প্রথম পরীক্ষণে ১০ মিলিয়ন ঘনফুট হারে গ্যাস পাওয়া গেছে বলে জানিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (১০ নভেম্বর) সন্ধ্যায় মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।


বিজ্ঞাপন


খনিজ সম্পদ মন্ত্রণালয় জানিয়েছে, গ্যাসের সঙ্গে এখান থেকে দৈনিক প্রায় ১০০ ব্যারেল কনডেনসেট পাওয়া যাবে। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ আশা করছে অল্প সময়ের মধ্যে এখান থেকে প্রাপ্ত গ্যাস ও কনডেনসেট জাতীয় গ্রিডে যোগ হবে।

এ বিষয়ে মন্ত্রণালয়ের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ দেশীয় জ্বালানি অনুসন্ধান এবং উৎপাদনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। গত এক যুগে এক হাজার মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে। ২০২৫ সাল নাগাদ আরও ৪৬টি নতুন অনুসন্ধান, উন্নয়ন এবং ওয়ার্কওভার কূপ খনন করা হবে। এসব উদ্যোগ থেকে প্রায় ৬২০ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় উৎপাদনে নতুন মাত্রা যোগ করবে।

>> আরও পড়ুন: তীব্র গ্যাস সংকট: সমাধান কোন পথে?

এর আগে গেল সপ্তাহে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ জানিয়েছিলেন, ভোলার টবগী-১ অনুসন্ধান কূপে গ্যাস পাওয়া গেছে। এখান থেকে প্রতিদিন ২০ মিলিয়ন ঘনফুট হারে গ্যাস তোলা যাবে বলে আশা করা হচ্ছে। অনুসন্ধান কূপে গ্যাসের সম্ভাব্য মজুত ধরা হয়েছে প্রায় ২৩৯ বিলিয়ন ঘনফুট (বিসিএফ)।


বিজ্ঞাপন


ইউক্রেন-রাশিয়া যুদ্ধের মধ্যে বিশ্ববাজারে জ্বালানির যে সংকট তৈরি হয়েছে তারমধ্যে এই সুখবর দিয়ে প্রতিমন্ত্রী সে সময় আরও জানান, এই কূপ থেকে দৈনিক গড়ে ২০ মিলিয়ন ঘনফুট হারে গ্যাস উৎপাদন বিবেচনায় এখান থেকে ৩০-৩১ বছর গ্যাস উৎপাদন সম্ভব হবে। টবগী-১ কূপে গ্যাসের বর্ণিত মজুত বিবেচনায় গ্রাহক পর্যায়ে এর আনুমানিক মূল্য প্রায় ৮০৫৯.০৮ কোটি টাকা, যা এলএনজি আমদানি মূল্য বিবেচনায় বহুগুণ।

প্রতিমন্ত্রী নসরুল হামিদ আরও জানান, আগামী জুন, ২০২৩ সালের মধ্যে পর্যায়ক্রমে আরও দুটি কূপ (ইলিশা-১ ও ভোলা নর্থ-২) খনন কার্যক্রম সম্পন্ন করা হবে। প্রকল্প বাস্তবায়ন শেষে তিনটি কূপ থেকে সর্বমোট দৈনিক ৪৬ থেকে ৫৫ মিলিয়ন ঘনফুট গ্যাসের উৎপাদন লক্ষ্যমাত্রা অর্জিত হতে পারে।

টিএই/আইএইচ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর