শনিবার, ১০ জানুয়ারি, ২০২৬, ঢাকা

সস্তায় মিলছে শীতের সবজি, টমেটো-বেগুনে সেঞ্চুরি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯ জানুয়ারি ২০২৬, ১০:৪৮ এএম

শেয়ার করুন:

Vegatable
সস্তায় মিলছে শীতের সবজি, টমেটো-বেগুনে সেঞ্চুরি। ছবি: ঢাকা মেইল

শীতের ভরা মৌসুমে সবজির বাজারে ফিরেছে স্বস্তি। টমেটো ও বেগুন বাদ দিলে প্রায় সব ধরনের সবজির দাম এখন ভোক্তাদের নাগালের মধ্যেই রয়েছে। বাজারে অধিকাংশ সবজি কেজিপ্রতি ৫০ থেকে ৬০ টাকার মধ্যে বিক্রি হওয়ায় দীর্ঘদিন পর স্বস্তির মুখ দেখছেন ক্রেতারা। সরবরাহ বাড়ায় বাজারে দেশি সবজির প্রাচুর্য লক্ষ্য করা যাচ্ছে।

শুক্রবার (৯ জানুয়ারি) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, শিম, ফুলকপি, বাঁধাকপি, লাউ, কুমড়া, পালং শাকসহ নানা ধরনের শীতকালীন সবজি তুলনামূলক কম দামে বিক্রি হচ্ছে। তবে ব্যতিক্রম হিসেবে টমেটো কেজিপ্রতি ৮০ থেকে ১০০ টাকা এবং বেগুন ৮০ টাকায় বিক্রি হতে দেখা গেছে।


বিজ্ঞাপন


thumbnail_1000181345

যাত্রাবাড়িতে সবজি কিনতে আসা গার্মেন্টস কর্মী তারিকুল ইসলাম ঢাকা মেইলকে বলেন, ‘আগে বাজারে এলেই দামের কথা ভেবে চিন্তায় পড়তে হতো। এখন বেশিরভাগ সবজির দাম সহনীয়। পরিবারে সবাই মিলে খাওয়ার জন্য ব্যাগ ভরে সবজি কিনতে পারছি। শুধু টমেটো আর বেগুনের দামটা একটু বেশি।’

আরেক ক্রেতা গৃহিণী রাবেয়া বেগম বলেন, ‘শীতের মৌসুমে সাধারণত সবজির দাম কম থাকে। এবারও সেই সুবিধা পাচ্ছি। ৫০-৬০ টাকায় ভালো মানের সবজি পাওয়া যাচ্ছে, এটা আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের জন্য অনেক স্বস্তির খবর।’


বিজ্ঞাপন


অন্যদিকে বিক্রেতারা বলছেন, বর্তমানে গ্রাম থেকে প্রচুর পরিমাণে সবজি আসছে। ফলে সরবরাহ বেশি থাকায় দামও কমে গেছে। 

thumbnail_1000181344

সবজি বিক্রেতা আবদুর রহিম জানান, এখন শীতকালীন সবজির ভরা মৌসুম। প্রতিদিনই মোকাম থেকে বেশি পরিমাণ সবজি আসছে। তাই দাম কম রাখা সম্ভব হচ্ছে। টমেটো আর বেগুনের দাম বেশি কারণ এই দুইটার চাহিদা বেশি, কিন্তু সরবরাহ তুলনামূলক কম।

শ্যামবাজারের বিক্রেতা সালাউদ্দিন বলেন, ‘ক্রেতারা এখন বেশি করে সবজি কিনছেন। দাম সহনীয় হওয়ায় বিক্রিও ভালো হচ্ছে। যদি আবহাওয়া ঠিক থাকে, তাহলে সামনে আরও কিছু সবজির দাম কমতে পারে।’

thumbnail_1000181343

বাজার সংশ্লিষ্টদের মতে, উৎপাদন বৃদ্ধি এবং সরবরাহ স্বাভাবিক থাকায় শীতের পুরো মৌসুম জুড়েই সবজির বাজার স্থিতিশীল থাকার সম্ভাবনা রয়েছে। এতে ভোক্তারা যেমন স্বস্তি পাচ্ছেন, তেমনি ন্যায্য দামে বিক্রি হওয়ায় কৃষকরাও লাভবান হচ্ছেন।

এমআর/এমআই

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর