বৃহস্পতিবার, ৮ জানুয়ারি, ২০২৬, ঢাকা

করদাতার ব্যাংক হিসাবে সরাসরি ভ্যাট ফেরত দেবে এনবিআর

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৭ জানুয়ারি ২০২৬, ১২:১৮ পিএম

শেয়ার করুন:

NBR
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ভবন। ছবি: সংগৃহীত

করদাতাদের ভ্যাট ফেরত পেতে দীর্ঘদিনের ভোগান্তি দূর করতে স্বয়ংক্রিয় পদ্ধতিতে নতুন উদ্যোগ গ্রহণ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এ উদ্যোগের আওতায় ভ্যাট ব্যবস্থাপনায় ব্যবহৃত ইলেকট্রনিক ভ্যাট পদ্ধতিতে যুক্ত করা হয়েছে নতুন ভ্যাট ফেরত ব্যবস্থা, যার মাধ্যমে করদাতার ব্যাংক হিসাবে সরাসরি ভ্যাট ফেরত পাঠানো যাবে।

বুধবার (৭ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওস্থ এনবিআরের প্রধান কার্যালয়ে ই-ভ্যাট হতে সরাসরি করদাতার ব্যাংক অ্যাকাউন্টে অনলাইনে ভ্যাট রিফান্ড উদ্বোধন করেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবদুর রহমান খান।


বিজ্ঞাপন


এসময় ঢাকার তিনটি ভ্যাট কমিশনারেটের আওতাধীন তিনজন করদাতার ব্যাংক হিসাবে সরাসরি ৪৫ লাখ ৩৫ হাজার টাকা ভ্যাট ফেরত প্রদানের মাধ্যমে এ ব্যবস্থার উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে করদাতাদের প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

এনবিআর জানায়, নতুন এ ব্যবস্থায় অর্থ বিভাগের সরকারি হিসাব ব্যবস্থার সঙ্গে সংযোগ স্থাপন করে বাংলাদেশ ব্যাংকের ইলেকট্রনিক অর্থ স্থানান্তর ব্যবস্থার মাধ্যমে করদাতাদের নির্ধারিত ব্যাংক হিসাবে প্রাপ্য ভ্যাটের অর্থ সরাসরি পাঠানো হবে। করদাতারা মাসিক মূসক বিবরণী দাখিলের সময় অনলাইনে ভ্যাট ফেরতের আবেদন করতে পারবেন। সংশ্লিষ্ট মূসক কমিশনারেট আবেদন যাচাই ও প্রক্রিয়া সম্পন্ন করার পর স্বয়ংক্রিয়ভাবে ব্যাংক হিসাবে অর্থ স্থানান্তর করা হবে।

এনবিআর সূত্র আরও জানায়, নতুন ভ্যাট ফেরত ব্যবস্থা কার্যকর হওয়ার ফলে সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ায় দ্রুত ভ্যাট ফেরত নিষ্পত্তি সম্ভব হবে। এখন থেকে ভ্যাট ফেরতের আবেদন কিংবা অর্থ গ্রহণের জন্য করদাতাদের আর ভ্যাট কার্যালয়ে যেতে হবে না। প্রয়োজনীয় তথ্য ও সহায়তার জন্য সংশ্লিষ্ট মুসক কমিশনারেটে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।
জাতীয় রাজস্ব বোর্ডের সকল কার্যক্রম ডিজিটাল করার মাধ্যমে কর ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার চলমান উদ্যোগে করদাতাদের সার্বিক সহযোগিতা কামনা করেছে এনবিআর।

এমআর/এএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর