মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

শ্রমিকদের স্বাস্থ্য উন্নয়নে গেইন–এফবিসিসিআই–ক্যাবের ত্রিপাক্ষিক সমঝোতা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩০ ডিসেম্বর ২০২৫, ০৩:০৭ পিএম

শেয়ার করুন:

Dhakamail
শ্রমিকদের স্বাস্থ্য উন্নয়নে গেইন–এফবিসিসিআই–ক্যাবের ত্রিপাক্ষিক সমঝোতা। ছবি: ঢাকা মেইল

শ্রমিকদের পুষ্টিগত অবস্থা ও সামগ্রিক সু-স্বাস্থ্য উন্নয়নের লক্ষ্যে গ্লোবাল অ্যালায়েন্স ফর ইমপ্রুভড নিউট্রিশন (গেইন), ফেডারেশন অব বাংলাদেশ চেম্বারস অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (এফবিসিসিআই) ও কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)-এর মধ্যে একটি ত্রিপাক্ষিক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ঢাকায় এফবিসিসিআইয়ের সভাকক্ষে অনুষ্ঠিত অনুষ্ঠানে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন গেইনের কান্ট্রি ডিরেক্টর ডা. বুদাবা খন্দকার, এফবিসিসিআইয়ের প্রশাসক আব্দুর রহিম খান ও ক্যাবের সভাপতি এ. এইচ. এম. সফিকুজ্জামান।


বিজ্ঞাপন


অনুষ্ঠানের শুরুতে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং বিদেহী আত্মার শান্তি কামনায় দোয়া করা হয়।

এই ত্রিপাক্ষিক সহযোগিতার মূল লক্ষ্য হলো বাংলাদেশের বিভিন্ন শিল্পখাতে কর্মরত শ্রমিকদের পুষ্টিগত অবস্থার উন্নয়ন, নিরাপদ ও পুষ্টিকর খাদ্যের প্রাপ্যতা বৃদ্ধি এবং স্বাস্থ্যবান্ধব কর্মপরিবেশ গড়ে তোলা। 

সমঝোতা স্মারকের আওতায় কর্মক্ষেত্রে পুষ্টি-সংবেদনশীল উদ্যোগ, খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ, ভোক্তা ও শ্রমিকদের সচেতনতা বৃদ্ধি এবং প্রমাণভিত্তিক কার্যক্রম বাস্তবায়নে যৌথভাবে কাজ করা হবে।


বিজ্ঞাপন


সমঝোতা স্মারক অনুযায়ী, গেইন প্রমাণভিত্তিক কার্যকর উদ্যোগ বাস্তবায়নে কারিগরি সহায়তা প্রদান করবে। 
একই সঙ্গে পুনরাবৃত্তিযোগ্য মডেল, উপকরণ ও সক্ষমতা বৃদ্ধিমূলক সহায়তার মাধ্যমে শ্রমিকদের পুষ্টি উন্নয়নমূলক কার্যক্রম পরিকল্পনা ও বাস্তবায়নে অংশ নেবে। শ্রমিকদের জ্ঞান, আচরণ ও চর্চার ঘাটতি নিরূপণেও সংস্থাটি সহায়তা করবে।

এফবিসিসিআই এই অংশীদারিত্বের মাধ্যমে বেসরকারি খাতের বিস্তৃত নেটওয়ার্ক ব্যবহার করে কর্পোরেট টেকসই উন্নয়ন ও কর্মক্ষেত্রের কল্যাণমূলক উদ্যোগে পুষ্টি-সংবেদনশীল দৃষ্টিভঙ্গি সংযুক্ত করতে সহায়তা ও উৎসাহ প্রদান করবে। শিল্পকারখানা ও বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মক্ষেত্রভিত্তিক পুষ্টি কার্যক্রম সম্প্রসারণেও সংগঠনটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অন্যদিকে ক্যাব ভোক্তা ও শ্রমিকদের মধ্যে সচেতনতা বৃদ্ধি, নিরাপদ খাদ্য ও পুষ্টি অধিকার বিষয়ে জনস্বার্থভিত্তিক অ্যাডভোকেসি জোরদার এবং স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস প্রসারে প্রচারমূলক কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণ করবে।

সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এই অংশীদারিত্বের মাধ্যমে শ্রমিকদের সু-স্বাস্থ্য নিশ্চিতের পাশাপাশি উৎপাদনশীলতা বৃদ্ধি পাবে এবং টেকসই অর্থনৈতিক উন্নয়নে ইতিবাচক প্রভাব পড়বে।

সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গেইনের সিনিয়র অ্যাডভাইজার খন্দকার মোস্তান হোসেইন, প্রজেক্ট ম্যানেজার জি. এম. সুমন, এফবিসিসিআইয়ের হেড অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স মো. জাফর ইকবাল, অ্যাডভাইজার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবু নাঈম মো. শহিদুল্লাহ, জয়েন্ট সেক্রেটারি শামিমুল রহমান, অ্যাডিশনাল সেক্রেটারি জেনারেল ইফরাত আরা বেগম, ক্যাবের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হুমায়ুন কবীর ভূঁইয়া, নির্বাহী সদস্য শওকত আলী খান, সদস্য মো. খলিলুর রহমান, আজীবন সদস্য আবুল কালাম আজাদ, নির্বাহী পরিচালক আহম্মদ একরামুল্লাহ, তথ্য কর্মকর্তা আনোয়ার পারভেজ, অ্যাকাউন্টস অফিসার মোফাজ্জল হোসেনসহ সংশ্লিষ্ট অন্যান্য ব্যক্তিবর্গ।

এমআর/এমআই

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর