তথ্য গোপন না করায় দেশের ব্যাংক খাতে খেলাপি ঋণের হার এখন ৩৭ শতাংশ ছাড়িয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাজধানীর ইআরএফ মিলনায়তনে ব্যাংকিং সেক্টর রিফর্ম, চ্যালেঞ্জ এবং করণীয় শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বিজ্ঞাপন
গভর্নর বলেন, `তথ্য গোপন না করায় দেশের ব্যাংক খাতে খেলাপি ঋণের হার এখন ৩৭ শতাংশ ছাড়িয়েছে। তবে এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই, বরং স্বচ্ছতা নিশ্চিত করতেই প্রকৃত চিত্র সামনে আনা হয়েছে।’
তিনি বলেন, ‘বাংলাদেশের খেলাপি ঋণের হার প্রায় ৩৬–৩৭ শতাংশ, যা বিশ্বে অন্যতম সর্বোচ্চ। অতীতে তথ্য আড়াল করার প্রবণতা ছিল, কিন্তু বর্তমান বাংলাদেশ ব্যাংক কোনো তথ্য গোপন করেনি। ফলে প্রকৃত পরিস্থিতি প্রকাশ পেয়েছে। তিনি আশা প্রকাশ করেন, ডিসেম্বরে খেলাপি ঋণের পরিস্থিতি কিছুটা উন্নতির ইঙ্গিত দেবে।’
ড. আহসান এইচ মনসুর কেন্দ্রীয় ব্যাংকের পূর্ণ স্বাধীনতার ওপর গুরুত্বারোপ করে বলেন, ‘এ স্বাধীনতা নিশ্চিত করতে প্রয়োজনে আন্দোলনও করতে হবে। অন্তর্বর্তী সরকারের মেয়াদকালেই যেন কেন্দ্রীয় ব্যাংকের কার্যকর স্বাধীনতা প্রতিষ্ঠা করা যায়, সে লক্ষ্যেই উদ্যোগ নিতে হবে বলে জানান তিনি।’
বিজ্ঞাপন
রিজার্ভ প্রসঙ্গে গভর্নর বলেন, ‘ধার করে বা আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) থেকে অর্থ এনে রিজার্ভ বাড়ানোর পথে হাঁটতে চায় না বাংলাদেশ। নিজেদের সক্ষমতা ও অর্থনৈতিক ব্যবস্থাপনার মাধ্যমে রিজার্ভ শক্তিশালী করাই সরকারের লক্ষ্য। চলতি বছরে রিজার্ভ ৩৪ থেকে ৩৫ বিলিয়ন ডলারে উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।’
আরও পড়ুন: ৫ ব্যাংকের গ্রাহকদের সুখবর দিলেন গভর্নর
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দেশের অর্থনীতি ভেঙে পড়ার কোনো আশঙ্কা নেই বলেও মন্তব্য করেন গভর্নর। তিনি বলেন, ‘অর্থনীতি এখন নিয়ন্ত্রণের মধ্যেই আছে এবং কাঠামোগত সংস্কারের মাধ্যমে ব্যাংক খাতকে টেকসই পথে নেওয়ার কাজ চলছে।’
টিএই/এমআই

