বাংলাদেশের তৈরি পোশাক খাতের শ্রমিকদের প্রাথমিক ও মানসিক স্বাস্থ্যসেবা সহজ করতে ডিজিটাল হাসপাতাল নামে একটি পাইলট প্রকল্প নিতে যাচ্ছে বিজিএমইএ। এ উদ্দেশ্যে অলওয়েল বিডি লিমিটেড ও নুভিস্টা ফার্মা পিএলসির সঙ্গে ত্রিপক্ষীয় সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর হয়েছে।
এ উপলক্ষে বুধবার (১০ ডিসেম্বর) উত্তরার বিজিএমইএ কমপ্লেক্সে অলওয়েল বিডি লিমিটেড, একটি আইসিটি-ভিত্তিক স্বাস্থ্যসেবা প্ল্যাটফর্ম, এবং শীর্ষ ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান নুভিস্টা ফার্মা পিএলসির সঙ্গে ত্রিপক্ষীয় সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করা হয়। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এটি জানানো হয়।
বিজ্ঞাপন
প্রকল্পের আওতায় নুভিস্টা ফার্মা নারী শ্রমিকদের জন্য স্ত্রীরোগ ও প্রজনন স্বাস্থ্যসেবায় রেফারেল নেটওয়ার্ক গড়ে তুলবে। অলওয়েল বিডি লিমিটেড ২৪ ঘণ্টা চিকিৎসা পরামর্শ, ইএইচআর ব্যবস্থাপনা ও সচেতনতা কার্যক্রম পরিচালনা করবে।
বিজিএমইএর সিনিয়র সহসভাপতি ইনামুল হক খান বলেন, কারখানার ভেতর ডিজিটাল স্বাস্থ্যসেবা চালু হলে শ্রমিকদের অবহেলিত স্বাস্থ্যসমস্যা কমবে এবং সামগ্রিক সুস্থতা বাড়বে।
প্রথম ধাপে নির্বাচিত কারখানার পাঁচ হাজার শ্রমিককে অন্তর্ভুক্ত করা হবে, যা তিন মাসে বাড়িয়ে দশ হাজারে নেওয়া হবে। প্রকল্পের ফলাফল অনুযায়ী ভবিষ্যতে এর পরিধি আরও বাড়ানো হবে।
এমআর/এআর

