দেশের বিভিন্ন কারাগারের বন্দিদের মধ্যে হতে ৫ (পাঁচ) জন বন্দির অবশিষ্ট সাজা মওকুফ করা হয়েছে। তাদের মুক্তি দেওয়ার জন্য আদেশও জারি করা হয়েছে।
বিষয় নিশ্চিত করেছেন সহকারী কারা মহাপরিদর্শক (মিডিয়া এবং উন্নয়ন) মো. জান্নাত-উল ফরহাদ।
বিজ্ঞাপন
তিনি জানান, মহান বিজয় দিবসে তাদের এ সাজা মওকুফ করেছে কর্তৃপক্ষ। তারা লঘু অপরাধে সাজা পেয়ে কারাগারে ছিল। তাদের মুক্তি দেওয়ার জন্য আদেশ জারি করা হয়েছে। আদেশের কপি হাতে পেলে তাদের মুক্তি কার্যকর করা হবে।
এমআইকে/এমআই

