জাতীয় ভ্যাট দিবস পালিত হচ্ছে আজ ১০ ডিসেম্বর। ‘সময়মতো নিবন্ধন নিব, সঠিকভাবে ভ্যাট দিব’ এই প্রতিপাদ্য নিয়ে পালিত হচ্ছে এই দিনটি। একইসাথে ১০ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত ঢাকাসহ দেশের সকল বিভাগীয় শহর ও কমিশনারেট কার্যালয়ে ভ্যাট সপ্তাহও উদযাপিত হবে।
দিবসটি উপলক্ষ্যে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্য পূরণ নিশ্চিত করতে ভ্যাট প্রদানের আহ্বান জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। একই সঙ্গে এক থেকে দুই বছরের মধ্যে ৩০ থেকে ৪০ লাখ প্রতিষ্ঠানকে ভ্যাট নিবন্ধনের আওতায় আনার কাজ করছে প্রতিষ্ঠাটি।
বিজ্ঞাপন
ভ্যাট দিবসের পাশাপাশি ১০ থেকে ১৫ ডিসেম্বর ভ্যাট সপ্তাহ কর্মসূচি নিয়েছে এনবিআর। এরমধ্যে এনবিআরের প্রধান কার্যালয়ে সেমিনার আয়োজন রয়েছে। রাজধানীর আগারগাঁওস্থ রাজস্ব ভবন সেমিনারে অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দীন আহমেদ প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন।
এনবিআর সূত্রে জানা যায়, ভ্যাট দিবসের গুরুত্বকে অগ্রাধিকার দিয়ে আগামী ১০ থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশব্যাপি বিশেষ নিবন্ধন ক্যাম্পেইন পরিচালিত হবে। যার উদ্দেশ্য হবে ১ লাখ নতুন ভ্যাট নিবন্ধন নিশ্চিত করা। বর্তমানে দেশে ভ্যাট নিবন্ধিত প্রতিষ্ঠানের সংখ্যা ৬ লাখ ৪৪ হাজার। বিগত অর্থবছরে এনবিআর মোট আদায়ের ৩৮ শতাংশ ভ্যাট হতে আদায় করা হয়েছে। চলতি অর্থবছরের প্রথম ৫ মাসে বিগত অর্থবছরের একই সময়ের তুলনায় ২২ শতাংশ বেশি ভ্যাট আদায় হয়েছে।
দিবস নিয়ে এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান বলেন, আগামী বছর এমন এমন ম্যাকানিজম চালু করব আয়করের মতো; চাইলেও আর ভ্যাট নিবন্ধন ব্যতীত কেউ ব্যবসা করতে পারবে না। এই ধরনের কঠোর পদক্ষেপ নেওয়া হবে। এক থেকে দুই বছরের মধ্যে ৩০ থেকে ৪০ লাখ প্রতিষ্ঠানকে ভ্যাট নিবন্ধনের আওতায় আনার লক্ষ্য নিয়ে কাজ চলছে। ভ্যাট নেট এখনো খুবই ছোট এবং প্রচুর ব্যবসা প্রতিষ্ঠান নিবন্ধন ছাড়াই কার্যক্রম চালাচ্ছে। চলতি মাসেই এক লাখ নতুন প্রতিষ্ঠানকে ভ্যাট নিবন্ধনের আওতায় আনার পরিকল্পনা রয়েছে।
এমআর/এএস

