শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

সাড়ে ৫ মাস পর হিলি স্থলবন্দরে পেঁয়াজ আমদানি শুরু

জেলা প্রতিনিধি, দিনাজপুর
প্রকাশিত: ১৭ আগস্ট ২০২৫, ০৯:১৮ পিএম

শেয়ার করুন:

Onion
পেঁয়াজ আমদানি। ফাইল ছবি।

সাড়ে পাঁচ মাস বন্ধ থাকার পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে পুনরায় পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। 

রোববার (১৭ আগস্ট) বিকেল সাড়ে তিনটায় ভারতীয় একটি ট্রাকে ৩০ টন পেঁয়াজ নিয়ে হিলি বন্দরে প্রবেশ করে মেসার্স জগদীশ চন্দ্র রায় নামের একটি আমদানিকারক প্রতিষ্ঠান। এর মধ্য দিয়েই এ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়।


বিজ্ঞাপন


বিষয়টি নিশ্চিত করেছেন আমদানিকারক প্রতিষ্ঠানের প্রতিনিধি রাসেদ ফেরদৌস। 

তিনি জানান, দেশের বাজারে পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে রাখতে সরকার আমদানির অনুমতি দিয়েছে। কার্যক্রম শেষে আজ থেকে আমদানি শুরু হয়েছে। 

তিনি আরও বলেন, আমদানি বাড়লে বাজারে পেঁয়াজের দাম আরও কমে আসবে। প্রতি মেট্রিক টন পেঁয়াজ ২৫০ মার্কিন ডলারে আমদানি করা হচ্ছে।

হিলি বন্দরের আমদানিকারক মো. নুর ইসলাম বলেন, সরকার ভারত থেকে মাত্র ৩০ টন পেঁয়াজ আমদানির অনুমতি দিয়েছে, যা খুবই কম। একটি ভারতীয় ট্রাকে ৩০ টন পেঁয়াজ আমদানি হয়। আগে ২ থেকে ৫ হাজার টন পর্যন্ত আইপি দেওয়া হতো।


বিজ্ঞাপন


উল্লেখ্য, সর্বশেষ চলতি বছরের ৩ মার্চ হিলি বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি হয়েছিল।

এএইচ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর