সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ভ্যাট ১০ শতাংশ কমানোর দাবি প্লাস্টিক কারখানা মালিকদের  

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮ জুন ২০২৫, ০৪:৫১ পিএম

শেয়ার করুন:

P
পল্টনে সংবাদ সম্মেলনে প্লাস্টিক পণ্য উৎপাদক ও রফতানিকারক সমিতি।

জ্বালানি সংকটসহ নানা সমস্যায় ধুঁকছে দেশে উৎপাদিত প্লাস্টিক কারখানাগুলো। এরই মধ্যে আসন্ন বাজেটে এসব পণ্যের ওপর ১৫ শতাংশ ভ্যাট বসিয়েছে সরকার। এতে মালিকেরা ক্ষুব্ধ। 

ফলে ভ্যাটের হার ১০ শতাংশ কমিয়ে কমিয়ে ৫ শতাংশ করার দাবি জানিয়েছে বাংলাদেশ প্লাস্টিক পণ্য উৎপাদক ও রফতানিকারক সমিতি।


বিজ্ঞাপন


বুধবার (১৮ জুন) পল্টনে সংগঠনের নিজ কার্যালয়ে বাজেট পর্যালোচনা শীর্ষক সংবাদ সম্মেলনে এ দাবি জানায় সংগঠনটি।

বক্তারা বলেন, গত দেড় বছরে প্লাস্টিক খাতের ২০ শতাংশ প্রতিষ্ঠান বন্ধ হয়েছে বা বন্ধের পথে রয়েছে। জ্বালানি সংকট, সুদের হারসহ নানা সংকটে এমন পরিস্থিতি তৈরি হয়েছে। 

এ অবস্থায় শিল্পের বিকাশে প্লাস্টিকের তৈরি টেবিলওয়্যার ও গৃহস্থালি সামগ্রীর ওপর ভ্যাটের হার ১৫ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করার দাবি জানিয়েছেন তারা।

সংগঠনের সভাপতি শামীম আহমেদ বলেন, গৃহস্থালি প্লাস্টিক পণ্যে আগে ভ্যাট ছিল সাড়ে ৭ শতাংশ। সেখান থেকে এই বাজেটে ১৫ শতাংশ করার প্রস্তাব করা হয়েছে। কিন্তু আমরা এটা ৫ শতাংশ করার দাবি জানাচ্ছি। একই সঙ্গে প্লাস্টিক খেলনাশিল্পের সব মিলিয়ে ৮৭ শতাংশের বেশি শুল্ক-কর আদায় করা হচ্ছে। এটা কমানোর দাবি করছি। খাতটি উদীয়মান শিল্প, এখানে নতুন নতুন কর্মসংস্থান হচ্ছে।


বিজ্ঞাপন


সংগঠনের সহসভাপতি এনামুল হক বলেন, গাজীপুরে আমার কারখানায় দিনে ৮ থেকে ১০ বার বিদ্যুৎ চলে যায়। অথচ আড়াই ঘণ্টা সময় লাগে একটি মেশিন গরম হতে। বিল বাড়ছে, কিন্তু নিরবচ্ছিন্ন বিদ্যুৎ–গ্যাস দেওয়া হচ্ছে না।


এমআর/এএইচ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর