সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

গ্যাস সংকট পরিদর্শনে তালহা ফেব্রিক্সে জ্বালানি উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০২ জুন ২০২৫, ১১:১৬ এএম

শেয়ার করুন:

গ্যাস সংকট পরিদর্শনে তালহা ফেব্রিক্সে জ্বালানি উপদেষ্টা

শিল্প খাতে চলমান গ্যাস সংকট সরেজমিনে দেখতে গাজীপুরের ভাওয়াল মির্জাপুরে অবস্থিত নোমান গ্রুপের কারখানা তালহা ফেব্রিক্স লিমিটেড পরিদর্শনে যান সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। সম্প্রতি তিনি কারখানাটি ঘুরে দেখেন।

পরিদর্শনকালে তাকে স্বাগত জানান নোমান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল্লাহ জাবের। জ্বালানি উপদেষ্টা কারখানার গ্যাসচালিত জেনারেটর ও বয়লার ব্যবস্থাপনা সরেজমিনে ঘুরে দেখেন এবং গ্যাসের প্রবাহ ও চাপ সংক্রান্ত তথ্য পর্যালোচনা করেন।


বিজ্ঞাপন


তিনি বলেন, অনুমোদিত ইনকামিং ইনলেট প্রেসার ১৪০ পিএসআইজি হলেও এখানে মাত্র ৯ পিএসআইজি চাপ পাওয়া গেছে। আবার অনুমোদিত আউটলেট প্রেসার ১৫ পিএসআইজি এর মধ্যে গড়ে ৪.৭৫ পিএসআইজি পাওয়া গেছে জেনারেটরের ক্ষেত্রে, এবং বয়লারে তা আরও কম, মাত্র ১.৫ পিএসআইজি।

এ ধরনের গ্যাসচাপের স্বল্পতা রফতানিমুখী শিল্পের উৎপাদন ব্যাহত করে, যা দেশের অর্থনীতির জন্য হুমকিস্বরূপ—বলে তিনি উল্লেখ করেন। তবে এ সমস্যা সমাধানে সরকার সচেষ্ট এবং তাৎক্ষণিক উদ্যোগ নেওয়া হয়েছে।

এ সময় তিনি আশ্বাস দেন, দেশের বৃহত্তর রফতানির স্বার্থে আজ থেকে আর কোনো রফতানিমুখী কারখানায় গ্যাস সংকট থাকবে না। গ্যাস সরবরাহে ধারাবাহিকতা ও চাপ নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।

তার এই ঘোষণাকে নোমান গ্রুপসহ অন্যান্য রফতানিমুখী শিল্পপ্রতিষ্ঠান স্বাগত জানিয়েছে এবং আশা প্রকাশ করেছে, এটি উৎপাদনশীলতা ও বৈদেশিক রফতানিতে ইতিবাচক প্রভাব ফেলবে।


বিজ্ঞাপন


এইউ 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর