অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিলের সময় চার দিন বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। আগামী ১৯ জুন পর্যন্ত রিটার্ন দাখিল করতে পারবে তিন লক্ষ্যাধিক ভ্যাট নিবন্ধিত প্রতিষ্ঠান।
বৃহস্পতিবার (২৯ মে) এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে এনবিআর।
বিজ্ঞাপন
আরও পড়ুন: সারা বছর দেওয়া যাবে ই-রিটার্ন, তবে গুনতে হবে ২ শতাংশ জরিমানা
প্রতি মাসের ১৫ তারিখের মধ্যে কেনাবেচার যাবতীয় তথ্য দিয়ে ভ্যাট রিটার্ন দিতে হয়। কিন্তু ঈদুল আজহা উপলক্ষে ১০ দিন সরকারি ছুটির বিষয়টি বিবেচনায় এনে ভ্যাট রিটার্ন দাখিলের সময় বাড়ানো হয়েছে।
এনবিআরের হিসাব অনুসারে, বর্তমানে প্রায় ৫ লাখ ৮ হাজার ভ্যাট নিবন্ধিত প্রতিষ্ঠান আছে। এর মধ্যে প্রতি মাসে প্রায় চার লাখ প্রতিষ্ঠান রিটার্ন দেয়। এর মধ্যে তিন লাখের বেশি দেয় অনলাইনে।
এএইচ